Bardhaman News: বর্ধমানে পরপর ৩ জনের মৃত্যু, কারণ কি বিষমদ? চরম আতঙ্কে গোটা শহর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bardhaman News: এদের প্রত্যেকের মৃত্যুই বিষ মদে বলে সন্দেহ, অসুস্থ আরও তিন। ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ।
#বর্ধমান: বর্ধমানে বিষমদ কান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩। শহরজুড়ে এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে তল্লাশি অভিযান।গতকাল মৃত্যু হয়েছিল দু জনের, আজ আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও কয়েকজন অসুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে
এদের প্রত্যেকের মৃত্যুই বিষ মদে বলে সন্দেহ, অসুস্থ আরও তিন। ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ। তবে তারা সকলে একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
advertisement
advertisement
বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাত থেকে। এদের মধ্যে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়।
advertisement
অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছে। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। এরা কোথা থেকে কোন মদ খেয়েছিল, তা জানতে রাতেই তদন্তে নেমেছে জেলা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 10:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমানে পরপর ৩ জনের মৃত্যু, কারণ কি বিষমদ? চরম আতঙ্কে গোটা শহর