জল থহথই এই পরিস্থিতিতে বাইক, স্কুটি ও ছোট প্রাইভেট গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। রাস্তায় চলাফেলার একমাত্র ভরসা হল ভ্যান। কিন্তু সেক্ষেত্রেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে কোমরসমান জল পেরিয়ে হাঁটছেন।
আরও পড়ুনঃ জলে ডুবেছে স্কুলের একতলা, মিড ডে মিলের রান্নাঘর! তার মধ্যেই চলছে…! হুগলিতে মারাত্মক ছবি
advertisement
স্থানীয়দের দাবি, এই জমা জল নামতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এদিকে ১৪ নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় রাস্তার জমা জলে উঠে এসেছে পুকুরের মাছ! স্থানীয় বাসিন্দারা জাল হাতে মাছ ধরায় ব্যস্ত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান, নতুন একটি নর্দমা তৈরি হয়েছে যা সরাসরি খালের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, এই নর্দমা দিয়েই এখন প্রবল গতিতে জমা জল বেরোচ্ছে। তবে লাগাতার বৃষ্টির ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে তা স্বীকার করেছেন তিনি। পুরসভার তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন চেয়ারম্যান।