৪০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নিজের সেরাটুকু দিয়ে অন্যান্য দেশের খেলোয়াড়দের পরাজিত করে নিজের জয়ের পতাকা সারা বিশ্বের সামনে তুলে ধরলেন আতর। পাঁচদিনের এই চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে এদিন দেশে ফিরে নানা জায়গা থেকে সংবর্ধনা আর শুভেচ্ছাবার্তা পান আতর৷ ঠিক একইভাবে ট্রেন থেকে নেমে নিজের শহর রানাঘাটে পা রাখতেই সকলের শুভেচ্ছা ও ভালবাসা পেল আতর, উত্তরীয় পুষ্পস্তবক তুলে দেওয়া হল তার হাতে, মিষ্টিমুখ করিয়ে খুশির আমেজে মাতলেন সকলে।
advertisement
আরও দেখুন – Kasba Law College Incident: কলেজে সেদিন রাতে ঠিক কী হয়েছিল? হাড়হিম বর্ণনা অভিযোগকারী ছাত্রীর
এদিন আতর জানায়, ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পাওয়ার পরে ২০০ মিটার দৌড়ের আগে লিগামেন্টে ব্যাপকভাবে চোট লাগে তার। তারপরেও ইচ্ছাশক্তি ও মনের জোরে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতাতেও স্বর্ণপদক জয় করে। তার এই সাফল্যে খুশি রানাঘাট সহ গোটা জেলাবাসী।
Mainak Debnath





