স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়া আমতার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। পূর্ব ও খালনা সার্বজনীন লক্ষ্মীপুজো কমিটির অভিযোগ, এদিন সন্ধ্যায় যখন তাদের লক্ষ্মীপুজোর শোভাযাত্রা বের হয় সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে ঢুকে পড়ে নাচতে শুরু করেন। তাদের বাধা দিতে গেলে তারা উলটে মহিলা ও ক্লাবের ছেলেদের মারতে শুরু করেন।
advertisement
এই ঘটনায় ক্লবের বেশ কয়েকজন সদস্যের মাথা ফেটে যায়। পুলিশকে জানালেও পুলিশের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে পুনরায় কালীমাতা ক্লাবের ছেলেরা দশটি মোটরবাইকে চেপে লাঠি ও উইকেট নিয়ে এসে আবার হামলা চালায়। দুই ক্লাবের মধ্যে মারধর চলে। আহত হন প্রায় ১২ জন। এরপরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে খালনা বাগনান রোড অবরোধ করেন পূর্ব ও খালনা সার্বজনীন কমিটির সদস্যরা।
বাঁশ দিয়ে রাস্তা বেঁধে অবরোধে বসেন তাঁরা। যানজট তৈরি হয় রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সকলের সঙ্গে কথা বলে অবরোধ তোলে পুলিশ। এলাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী। এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের সদস্যরা।