আরও পড়ুন: বাবা-ই আমার সব, বিয়ে করলে বাবাকেই করব! ৫০ বছর বয়সি নিজের বাবাকে বিয়ে করলেন ২৪-এর তরুণী
পেশায় শিক্ষক কিন্তু নেশায় গাছ পাগল নির্মাল্য ঘোষ জানান, এটা একটা টিম ওয়ার্ক। আমার বাড়ির প্রায় প্রত্যেকেই গাছ পরিচর্যা করেন। ফলেই আমার একার পক্ষে এত গাছ সামলানো সহজ নয়। বাড়িতে মোট কতগুলি গাছ রয়েছে জানতে চাওয়ায় নিজেই ঠাহর করে বলতে পারেননি নির্মাল্য। অর্কিড, ক্যাকটাস, বিদেশি ফুল এবং দেশি গাছগাছালি ছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে, তার বনসাই কালেকশন। একজন বিশেষজ্ঞ গার্ডেনার হিসেবে বনসাই তৈরি করে আসছেন বহুদিন ধরে।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির হদিস পেল প্রতিবেশি দেশ! মজুত রয়েছে ৭ লক্ষ কোটি টাকার সোনা
তিনি জানান, এই বছর শীতকালে ফুল ফুটছে না। তার কারণ শীত অনুভবই হচ্ছে না। নিজের অভিজ্ঞতা থেকে নির্মাল্য ঘোষ বলেছেন আবহাওয়া যথেষ্ট গরম, সেই কারণে শীতের ফুল ফুটতে দেরি হবে। তবে প্রস্তুতি চলছে পুরোদমে।
নির্মাল্য বাবাকে নিয়ে একসঙ্গে লেগে পড়েন গাছগাছালি লাগাতে, মাটি তৈরি করতে এবং গাছের পরিচর্যা করতে। এছাড়াও নির্মাল্যর কাছে রয়েছে সেমি সেড উদ্ভিদ। অর্থাৎ কম আলোতে যে কাজগুলি ভালোভাবে বেড়ে উঠতে পারে। ফ্লাটে অথবা একান্ত যারা থাকতে পছন্দ করেন তারা চাইলেই নিজের ঘরের মধ্যেই এই গাছ রাখতে পারেন।