বিশাল লম্বা এই পথ। হেঁটে পারি দেওয়ার কথা ভাবলেই মূর্ছা যাওয়ার অবস্থা। কিন্তু এই দীর্ঘপথ পায়ে হেঁটেই চলেছেন অসমের এই যুবক। যাত্রাপথ মোটেই সহজ না। কখনও রাত্রি বাস করেছেন রেলওয়ে স্টেশনে, আবার কখনও রাত কাটিয়েছেন পেট্রল পাম্পে, আবার কখনও হাসপাতাল চত্বরে, আবার কোনও মন্দিরে। এমনকী এই দীর্ঘ পথ পারি দিতে গিয়ে ফুটপাথেও রাত কাটাতে হচ্ছে তাঁকে।
advertisement
দেশবাসীর মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন অসমের বাসিন্দা পল্লব দেব। দেশবাসীর মধ্যে যাতে একাত্মবোধ জাগিয়ে তোলা যায়, সেই লক্ষ্যেই হেঁটে চলেছেন তিনি। তিনি দর্শন করবেন মোট ১২টি জ্যোতির্লিঙ্গ। বীরভূমের পাঁচটি সতীপীঠ, সিদ্ধপীঠ তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন অন্যান্য জায়গায়। তবে হঠাৎ কী বার্তা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এ বিষয়ে জানা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশবাসীকে বিশেষত শিশুদের মাদকাসক্তি থেকে দূরে রাখার বার্তা দেওয়ার জন্য বের হয়েছেন। প্রায় ১১৫ দিন ধরে প্রায় দু’হাজার কিলোমিটার পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন বীরভূমের মধ্যে অবস্থিত ৫১ টি সতীপিঠের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটির নলহাটেশ্বরী মন্দিরে। তিনি জানান, এখনও অনেকটা পথ হাঁটা বাকি। জানা নেই, কতদিন সময় লাগবে সব শেষ করতে। কিন্তু নিজের সংকল্পে অটল অসমের যুবক পল্লব।