হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য, বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের এক্তিয়ার আছে কি না তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। মঙ্গলবার তিনি বলেন, রাজ্য সরকার চায় অসমে বহু বিবাহ বন্ধ হোক।
তবে এক্ষেত্রে আইনি কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে হবে। তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। আমাদের এখানে বহু বিবাহের চল রয়েছে। তাই আমরা চাই আইন করে বহু বিবাহ বন্ধ হোক। তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এজন্যই গঠন করা হচ্ছে একটি কমিটি।
advertisement
আরও পড়ুন : সাড়ে নয় হাজার জনসভা, রোড শো কর্ণাটকে ভোট প্রচারে আপ্রান চেষ্টায় পদ্ম শিবির
কিছুদিন আগেই অসম সরকার ঘোষণা করেছিল যারা নাবালিকা বিয়ে করেছেন তাদের গ্রেফতার করা হবে। ঘোষণা অনুযায়ী ধরপাকড় শুরুও হয়েছিল। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রী জানান, বাল্যবিধাহ বন্ধ করতে ষখন বরাক উপত্যকার হোজাই এবং আরও কিছু এলাকায় অভিযান চালানো হয় তখন অনেক বাড়িতেই দেখা গিয়েছিল এক-একজন প্রবীনের বেশ কয়েকজন স্ত্রী আছে। আবার তাদের মধ্যে অনেকের বিয়ের বয়স হয়নি। অসম সরকার বাল্যবিবাহ বন্ধ করতে যতদূর সম্ভব চেষ্টা চালাবে। আর এজন্য বহুবিবাহ বন্ধ হওয়া দরকার।
সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহুবিবাহ প্রথার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। যার পর বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করার সিদ্ধান্ত নেয় দেশের শীর্ষ আদালত। হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের ওই বিশেষজ্ঞ কমিটি মুসলিম শরিয়ত আইন (১৯৭৩), সংবিধানের ২৫ নম্বর ধারা আর অভিন্ন দেওয়ানি বিধির নানা অংশ খতিয়ে দেখবে। উপযুক্ত বিচার-বিবেচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।