মঙ্গলবার রাতে করা ফেসবুক পোস্টে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, 'আমি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম কারণ আমি ভবিষ্যতে যদি কোনও চক্রান্তের স্বীকার হয়ে থাকি তার জন্য আমার দল ও আমার নেতা অভিষেক বন্দোপাধ্যায় দায়ী নয়।'
আরও পড়ুন: ‘‘ছ'মাসের মধ্যে নতুন তৃণমূল’’- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে ছয়লাপ শহরে, জোর শোরগোল
advertisement
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা আসানসোলের কুলটির বাসিন্দা৷ তিনি যুব তৃণমূলের রাজ্য কমিটিতে ছিলেন৷ ত্রিপুরায় বিধানসভা উপনির্বাচনে যুবরাজনগরে তৃণমূলের হয়ে কাজ করেছিলেনতিনি৷ সাংগঠনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতার এরকম আচমকা ইস্তফায় আসানসোলে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যেও জল্পনা ছড়িয়েছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, অনুূব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই ফের একবার কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করে তৃণমূল নেতাদের ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগে পথে নেমেছে শাসক দল৷
গতকাল খেলা হবে দিবসেও এই নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার মধ্যেই হঠাৎ করে পদত্যাগ করলেন আসানসোলের এই তৃণমূল নেতা৷ যদিও কেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতে পারে বা কোন ঘটনায় তাঁকে জড়ানো হতে পারে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷