আসানসোলের কুলটিতে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল শুটআউটের ছবি। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানাচ্ছে, নিহত ব্যক্তির জাভেদ বারিক (৫৫)। তিনি আসানসোল পুরনিগমের অস্থায়ী কর্মী ছিলেন।
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় মহিলার গলার সোনার হার… সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক ছিনতাই! পুলিশের জালে ৪ দুষ্কৃতী
advertisement
পুলিশ সূত্রে আরও খবর, এদিন রাতে মোটর বাইকে করে এসে দুই দুষ্কৃতী জাভেদকে খুব কাছ থেকে গুলি করে। মাথা লক্ষ্য করে চালানো হয় গুলি। সম্ভবত এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। গুলি চালিয়ে সঙ্গে সঙ্গে বাইক ছুটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় জাভেদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়েরা গুলিবিদ্ধ অবস্থায় জাভেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ।
জাভেদ আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসের কর্মী ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোল উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ৭ এমএম পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। সম্ভবত সম্পত্তি বিবাদের জেরেই এমন নৃশংস ঘটনা।