চেন্নাইয়ে উদ্ধার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ! 'রহস্যজনকভাবে' নিখোঁজ আরও এক, বাগমুন্ডির গ্রামে আতঙ্ক
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Migrant Worker Died: চেন্নাইয়ে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। নিখোঁজ আর এক শ্রমিক। চাঞ্চল্য বাঘমুন্ডিতে।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সংসারের দায়িত্বভার গ্রহণ করার জন্য হয়েছিলেন পরিযায়ী শ্রমিক। গিয়েছিলেন ভিন রাজ্যে কাজ করতে। কিন্তু আর ফেরা হল না বাড়ি। মর্মান্তিক পরিণতি হল পরিযায়ী শ্রমিক নন্দলাল ঘাটুওয়ালের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত নেওয়াডি গ্রামে। চেন্নাইয়ে কাজ করতে গিয়ে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে বাঘমুন্ডির পরিযায়ী শ্রমিক নন্দলাল ঘাটুয়ালের দেহ।
আরও পড়ুনঃ অবৈধ ‘আবাস’ নির্মাণ! প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি! তৃণমূল সদস্যদের বিরুদ্ধে থানায় মহিলা
ওই গ্রামের মোট আটজন শ্রমিক একসঙ্গে চেন্নাইয়ের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। সোমবার তারা গন্তব্যস্থলে পৌঁছন। তবে আশ্চর্যজনক ভাবে সেখান থেকে আট জনের মধ্যে গপু ওরফে নন্দলাল ঘাটুয়ালকে (প্রায় ৫০) গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। মিঠুন ওরফে সন্তোষ ঘাটুয়াল সেখান থেকে নিখোঁজ হয়ে যান। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গপুর দেহ ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সের করে নোওয়াডি গ্ৰামে এসে পৌঁছায়।
advertisement
আরও পড়ুনঃ কচুরিপানার ঝোপ থেকে উদ্ধার দু’দিন ধরে নিখোঁজ টোটো চালকের দেহ! জলে পচে বীভৎস চেহারা
পরিবার সূত্রে জানা গিয়েছে, গপু ঘাটুয়াল প্রায় আট থেকে নয় বছর ধরে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দুটি পুত্র এবং দুটি কন্যা সন্তান রয়েছে। তবে আচমকায় তাঁর দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট রহস্যের দানা বেঁধেছে পরিবারের মনে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পরিযায়ী শ্রমিক বসন্ত ঘাটুয়াল বলেন, তারা কাজে বেরিয়েছিলেন। হঠাৎ করেই ফিরে দেখেন নন্দলাল ঘাটুয়াল ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগান অবস্থায় রয়েছেন। তৎক্ষনাৎ তারা পুলিশে খবর দেন। চেন্নাই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায়। এর পাশাপাশি আরও এক শ্রমিক মিঠুন ওরফে সন্তোষ ঘাটুয়াল নিখোঁজ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গ্রামে ফেরেনি।
advertisement
এই ঘটনার পর গ্রামের লোকজন অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছেন। সম্প্রতি রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে। তাদের বাড়ি ফেরার নিদান দিয়ে মাসে ৫০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে শ্রমিকের এই মর্মান্তিক পরিণতি ঘটে গেল। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 9:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চেন্নাইয়ে উদ্ধার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ! 'রহস্যজনকভাবে' নিখোঁজ আরও এক, বাগমুন্ডির গ্রামে আতঙ্ক