অবৈধ 'আবাস' নির্মাণ! প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি! তৃণমূল সদস্যদের বিরুদ্ধে থানায় মহিলা

Last Updated:

Awas Yojana: সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের মেখলিগঞ্জ টাউন যুব সভাপতি তথা মেখলিগঞ্জ পুরসভার ৩নং ওয়ার্ডের পুরসদস্য বাবলু বর্মন ও তাঁর ছেলে-সহ মোট ৯ জনের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র গণ্ডগোল, হাতাহাতি
আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র গণ্ডগোল, হাতাহাতি
মেখলিগঞ্জ, কোচবিহার, শুভঙ্কর সাহা: আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের মেখলিগঞ্জ টাউন যুব সভাপতি তথা মেখলিগঞ্জ পুরসভার ৩নং ওয়ার্ডের পুরসদস্য বাবলু বর্মন ও তাঁর ছেলে-সহ মোট ৯ জনের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় তুমুল অশান্তির আবহ।
আরও পড়ুনঃ ফুটবল খেলতে আর ময়দানে যাওয়া হল না! পথেই বড় দুর্ঘটনা, ঝোপের ধারে উলটে গাড়ি, কী অবস্থা খেলোয়াড়দের?
আক্রান্ত গৃহবধূ নাম নমিতা বর্মন। স্থানীয় বাসিন্দা পরিমল বর্মনের স্ত্রী তিনি। গৃহবধুর অভিযোগ, তাঁদের সীমানায় অবৈধভাবে সরকারি ঘর ও বিল্ডিং তৈরি করছে কাউন্সিলরের আত্মীয়। বিষয়টি নিয়ে গত গত জুন মাসের ১৬ তারিখ তাঁরা পুরসভা কর্তৃপক্ষের দারস্থ হয়ে ছিলেন। পুরসভার তরফে জমি মাপযোগ করে পরবর্তীতে ঘর নির্মানের পরামর্শ দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ কেউ মারা গিয়েছেন ৫ বছর আগে, কেউ ৮ বছর, তাও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে নাম! ‘ভুতুড়ে ভোটার’ ঘিরে চাঞ্চল্য ‘এই’ পৌরসভায়
কিন্তু সেই সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত পুরসভার পরামর্শকে অগ্রাহ্য করে শুক্রবার সকাল থেকে রীতিমতো ঘর তৈরির কাজ শুরু করে দেন অভিযুক্তরা। সেই সময়ে নমিতা বর্মন সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দিতে গেলে শুরু হয় বচসা। ধীরে ধীরে জড়ো হন দুই পক্ষের লোকজন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগে জানিয়েছেন নমিতা দেবী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অবৈধ 'আবাস' নির্মাণ! প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি! তৃণমূল সদস্যদের বিরুদ্ধে থানায় মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement