কেউ মারা গিয়েছেন ৫ বছর আগে, কেউ ৮ বছর, তাও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে নাম! 'ভুতুড়ে ভোটার' ঘিরে চাঞ্চল্য 'এই' পৌরসভায়
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Fake Voter: তমলুকের আবাস বাড়িচর এলাকার ২৩৬ নম্বর বুথে প্রায় ১৪ জন মৃত ভোটারের নাম রয়েছে। তাদের মধ্যে যমুনা দে এবং বিকাশ দে প্রায় তিন বছর আগে মারা গেলেও তালিকা থেকে নাম বাদ পড়েনি।
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: ভোটের মাঠে ফের ‘ভুতুড়ে ভোটার’ নিয়ে চাঞ্চল্য! রাজ্য জুড়ে যখন ভুতুড়ে ভোটারের হদিস পাওয়া যাচ্ছে, তখন বাদ যায়নি তাম্রলিপ্ত পৌরসভা। মৃত ভোটারের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল কেউ মারা গিয়েছে দু’বছর আগে আবার কেউ মারা গিয়েছে সাত থেকে আট বছর আগে। কিন্তু দেখা যাচ্ছে ২০২৫ সালে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই তালিকায় তাদের নাম এখনও জ্বলজ্বল করছে। সোশ্যাল মিডিয়ায় মৃত ভোটারদের তালিকা প্রকাশ করে সরব হলেন তমলুক শহরের ওই ওয়ার্ডের বাসিন্দা অঞ্জন প্রামানিক। তাঁর অভিযোগ, তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত একাধিক বুথে এখনও অনেক মৃত ব্যক্তিদের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়।
আরও পড়ুনঃ হঠাৎই ডায়রিয়ার বাড়বাড়ন্ত ‘এই’ গ্ৰামে! রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি, কেন এমন পরিস্থিতি? নিজের চোখেই দেখুন
অভিযোগ অনুযায়ী, আবাস বাড়িচর এলাকার ২৩৬ নম্বর বুথে প্রায় ১৪ জন মৃত ভোটারের নাম রয়েছে। তাদের মধ্যে যমুনা দে এবং বিকাশ দে প্রায় তিন বছর আগে মারা গেলেও তালিকা থেকে নাম বাদ পড়েনি। শুধু তাই নয়, মৃতদের উত্তরসূরিরা ঘরবাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেলেও পুরোনো ঠিকানায় পরিবারের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে। তালিকায় আরও নাম উঠে এসেছে। প্রায় তিন বছর আগে মারা যাওয়া আশালতা মণ্ডল, প্রায় আট বছর আগে প্রয়াত বনমালী পণ্ডা, এমনকি চার বছর আগে মারা যাওয়া কানাই ঝুলকির নাম এখনও ভোটার তালিকায় বহাল।
advertisement
আরও পড়ুনঃ ঝড়-জলে ফসলের ক্ষতিতে আর দুশ্চিন্তা নয়! ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বিমা, কীভাবে আবেদন করবেন জেনে নিন
কানাই ঝুলকির ছেলে প্রদীপ ঝুলকি প্রশ্ন তুলেছেন, বাবা মারা যাওয়ার এত বছর পরও নাম বাদ হল না কেন বুঝতে পারছি না। আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে দ্রুত শুধু আমার বাবা-সহ অনেকেরই নাম রয়েছে শুনলাম সব নামই যাতে বাদ দেওয়া হয়।
advertisement
advertisement
তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। ভোটার লিস্টের কাজ পৌরসভা করে না। এটা নির্বাচন কমিশনারের কাজ। ওখানে যিনি বুথ লেভেল অফিসার আছেন তিনি এই কাজ করবেন।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত পরিবারের লোকজনের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন বারে বারে জানানো হয়েছে তার পরেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। রেশন কার্ড থেকে নাম বাদ চলে গিয়েছে অথচ ভোটার লিস্টে নাম থেকে গিয়েছে। পরিবারের দাবি, অবিলম্বে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হোক। এমনও এক ব্যক্তি আছেন যিনি সাত থেকে আট বছর আগে মারা গিয়েছেন ভোটার লিস্টে নাম এখনও থেকে গিয়েছে। অথচ তার পরে আরও দু’জন মারা যান তাদের নাম বাদ চলে গিয়েছে, কী করে হয় এমনটা বুঝতে পারছে না পরিবার।
advertisement
তমলুকের মহকুমা শাসক পুরো বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তমলুক শহরে এই ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেউ মারা গিয়েছেন ৫ বছর আগে, কেউ ৮ বছর, তাও ভোটার তালিকায় জ্বলজ্বল করছে নাম! 'ভুতুড়ে ভোটার' ঘিরে চাঞ্চল্য 'এই' পৌরসভায়






