Diarrhea Outbreak: হঠাৎই ডায়রিয়ার বাড়বাড়ন্ত 'এই' গ্ৰামে! রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি, কেন এমন পরিস্থিতি? নিজের চোখেই দেখুন

Last Updated:

Diarrhea Outbreak: বাঘাডি গ্রামের কালিন্দি পাড়ায় হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতিমধ্যেই প্রায় কুড়িটি পরিবার আক্রান্ত হয়েছে ডায়রিয়ায়। তাদের অনেকেই বলরামপুর বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

+
ডায়রিয়ার

ডায়রিয়ার দাপট পুরুলিয়ার বলরামপুরে

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পুরুলিয়া জেলার বলরামপুরের প্রত্যন্ত একটি গ্রাম হল বাঘাডি। এই গ্রামের কালিন্দি পাড়ায় হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতিমধ্যেই প্রায় কুড়িটি পরিবার আক্রান্ত হয়েছে ডায়রিয়ায়। তাদের অনেকেই বলরামপুর বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্য দফতর থেকে তাদের এলাকায় কোনওরকম প্রচার হয়নি। রীতিমত আতঙ্ক ও ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। ‌
আরও পড়ুনঃ হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন, তাদের গ্রামের বহু মানুষ ডায়রিয়ায় আক্রান্ত। গ্রামে রয়েছে মাত্র তিনটি নলকূপ। সেই নলকূপগুলির মধ্যে যদি কোনওটা খারাপ হয়ে যায় তখন তাদেরকে চাঁদা তুলে নলকূপ সরাই করতে হয়। নোংরা আবর্জনায় পরিপূর্ণ বেশিরভাগ জায়গা। কোনওরকম প্রশাসনিক উদ্যোগে তা সাফাই করা হয় না। এমনকি ট্যাংকারের মাধ্যমেও জল বিতরণ করা হয় না।
advertisement
আরও পড়ুনঃ এই বছর আলুর রেকর্ড ফলন জলপাইগুড়িতে! বাজার দরে ভারসাম্য আনতে দারুণ উদ্যোগ কৃষি বিপনন দফতরের, ‘জ্যোতি’ বাড়বে পড়ুয়াদের
খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। বর্তমানে ডায়রিয়ার প্রভাব বেড়ে যাওয়ায় অনেকটাই বিপাকে পড়ে গিয়েছেন তারা। গ্রামবাসীদের দাবি, অতি দ্রুত তাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হোক। পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা হোক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এ বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্ষার দাপট বাড়তে না বাড়তেই গ্রামীণ এলাকাগুলিতে ডায়রিয়ার প্রভাব বেড়েছে। বলরামপুরের প্রান্তিক এই গ্রামেও বেড়েছে ডায়রিয়ার প্রভাব। ফলে বিপাকে পড়েছেন গ্রামবাসীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diarrhea Outbreak: হঠাৎই ডায়রিয়ার বাড়বাড়ন্ত 'এই' গ্ৰামে! রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি, কেন এমন পরিস্থিতি? নিজের চোখেই দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement