এই বছর আলুর রেকর্ড ফলন জলপাইগুড়িতে! বাজার দরে ভারসাম্য আনতে দারুণ উদ্যোগ কৃষি বিপনন দফতরের, 'জ্যোতি' বাড়বে পড়ুয়াদের
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Mid Day Meal: এই বছর রেকর্ড আলু উৎপাদন হয়েছে জলপাইগুড়ি জেলায়। ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদিত আলুর পরিমান প্রায় ১০ লক্ষ মেট্রিকটন।
জলপাইগুড়ি, শান্তনু কর: মিডডে মিলে জ্যোতি। আলুর বাজার দরে ভারসাম্য আনতে এবার মিড ডে মিলে জ্যোতি আলু সরবরাহ শুরু করল জলপাইগুড়ি কৃষি বিপনন দফতর। প্রথম ধাপে ১০০ মেট্রিকটন আলু সরবরাহ করা হবে মিড ডে মিলে। সোমবার থেকে আলু পৌঁছে যাবে জেলার প্রতিটি সরকারি স্কুলে। পাশাপাশি পাহাড়েও যাচ্ছে জলপাইগুড়ির লাল আলু। এতে আলুর বাজারদর কিছুটা চাঙ্গা হবে বলে মনে করছে কৃষি বিপনন দফতর।
আরও পড়ুনঃ ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে আরও রোমাঞ্চকর! গরুমারার জঙ্গলে দেখা মিলল নতুন অতিথিদের, দেরি না করে ঘুরে আসুন
এই বছর রেকর্ড আলু উৎপাদন হয়েছে জলপাইগুড়ি জেলায়। ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদিত আলুর পরিমান প্রায় ১০ লক্ষ মেট্রিকটন। জেলার ২৭টি হিমঘরে চার লক্ষ চল্লিশ হাজার মেট্রিকটন আলু সংরক্ষণ করা হয়েছে। কৃষি বিপনন দফতরের হিসেবে ইতিমধ্যেই ৩৫ শতাংশ আলু বাজারে চলে এসেছে। বাজার নিয়ন্ত্রণে থাকায় সেই অর্থে দাম বাড়েনি। কৃষকদের কাছ থেকে এই বছর আলু কিনেছে সরকার। সেই আলু সুফল বাংলার মাধ্যমে ন্যায্য মূল্যে সরবরাহ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির সামনে খেলছিল কিশোর, আচমকা ঝাঁপিয়ে পড়ল…! চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হল না
এবার মিড ডে মিলে খরচের বোঝা কিছুটা লাঘব করতে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কিনে নেওয়া সেই আলু সরাসরি মিড ডে মিলের জন্য সরবরাহের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সোমবার থেকে আলু পৌঁছে যাবে প্রতিটি স্কুলে। পাহাড়ে চাহিদা থাকায় সরবরাহ করা হচ্ছে হল্যান্ড প্রজাতির লাল আলু। একই সঙ্গে সংশোধনাগার এবং হাসপাতালে সরকারি ভাবে আলু সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
advertisement
এই বছর রোপণ থেকে আলু তোলা পর্যন্ত নজরদারি বাড়ানোয় ফড়েরা সেই অর্থে মাথা চাড়া দিতে পারেনি। ফলে আলুর বাজার দর মধ্যবিত্তের নাগালের মধ্যে। ১৫ থেকে ২০ টাকার মধ্যে ওঠা নামা করছে আলুর কেজি প্রতি দর। এবার জমা আলু ধাপে ধাপে বাজারে চলে এলে ছোট কৃষকরা খানিকটা লাভবান হবেন। পাশাপাশি মিড ডে মিলের মতো সরকারি প্রকল্প চালাতেও অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 2:35 PM IST