Jalpaiguri: কচুরিপানার ঝোপ থেকে উদ্ধার দু'দিন ধরে নিখোঁজ টোটো চালকের দেহ! জলে পচে বীভৎস চেহারা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Missing Toto Driver Body Recover: শুক্রবার দুপুরে ক্যানেলের পাশে কচুরিপানায় ঢাকা ডোবায় কী যেন ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কাছে যেতেই আত্মারাম খাঁচা তাঁদের। আস্ত দেহ পড়ে কচুরিপানার ঝোপে।
শান্তনু কর, জলপাইগুড়ি: কচুরিপানার ঝোপ থেকে উদ্ধার হল নিখোঁজ টোটো চালকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়া এলাকায়। জানা যাচ্ছে, গত দু’দিন ধরে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় এলাকার বাসিন্দা ওই টোটো চালক। এমনকি তাঁর টোটোটিরও কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার কচুরিপানার ঝোপের মাঝে দেহটি মেলে। পুলিশের অনুমান, টোটো চালককে খুন করে কচুরিপানার আড়ালে দেহ লুকিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ ফুটবল খেলতে আর ময়দানে যাওয়া হল না! পথেই বড় দুর্ঘটনা, ঝোপের ধারে উলটে গাড়ি, কী অবস্থা খেলোয়াড়দের?
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শীতল রায়। শুক্রবার দুপুরে ক্যানেলের পাশে কচুরিপানায় ঢাকা ডোবায় কী যেন ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কাছে যেতেই আত্মারাম খাঁচা তাঁদের। আস্ত দেহ পড়ে কচুরিপানার ঝোপে। মুহূর্তে মধ্যে সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসে পুলিশও। ডুবুরি নামিয়ে ডোবা থেকে উদ্ধার হয় নিখোঁজ শীতল রায়ের মৃতদেহ। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেছে। যদিও এখনও তাঁর টোটোটি উদ্ধার হয়নি।
advertisement
আরও পড়ুনঃ গ্রামপঞ্চায়েত অফিসের সামনে র*ক্তাক্ত কাণ্ড! তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খু*ন, কী অপরাধ জানেন?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টোটোটি ছিনতাই হয়েছে। ছিনতাই করার জন্যই চালককে খুন করেছে দুষ্কৃতীরা। এরপর দেহ কচুরিপানার আড়ালে ঢাকা দিয়ে পালিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 8:39 PM IST