TRENDING:

West Bardhaman News : দূষণের অন্ধকারে আশার আলো! মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে রাজ্যে প্রথম আসানসোল

Last Updated:

নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশের মধ্যে ২০তম স্থানে রয়েছে আসানসোলের নাম। যে তালিকায় ৪১তম যায় স্থনে রয়েছে কলকাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : শীতকাল শুরু হতেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বেড়েছে দূষণের মাত্রা। কিন্তু সেখানেই আশার আলো দেখাচ্ছে আসানসোল। উল্টোদিকে ভয়ংকর ভাবে দূষণ বেড়েছে দুর্গাপুরে। সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের একটি সার্ভের ফলাফলে জানা গিয়েছে এমনটাই। সেখানে স্পষ্ট হয়েছে, দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের প্রথম স্থান দখল করেছে আসানসোল। অন্যদিকে অবনতি হয়েছে পড়শি শহর দুর্গাপুরের।
advertisement

উল্লেখ্য, ১০ লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে এমন ৪৭ টি শহরকে নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ একটি সমীক্ষা চালিয়েছিল। মূলত কেন্দ্রীয় পরিবেশ, জল এবং জলবায়ু দফতরের নির্দেশে করা হয়েছিল এই সমীক্ষা। সেখানেই দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশের মধ্যে ২০তম স্থানে রয়েছে আসানসোলের নাম। যে তালিকায় ৪১তম যায় স্থনে রয়েছে কলকাতা, ৪৪তম স্থানে রয়েছে হাওড়ার মত গুরুত্বপূর্ণ শহর।

advertisement

আরও পড়ুন : থাকলেও বিপদ, না থাকলেও বিপদ! একটি ওয়াটার রিজার্ভার নিয়ে ফাঁপরে এলাকার বাসিন্দারা

আসানসোল পুরসভার মেয়র জানিয়েছেন, বিগত বছরে আসানসোল ছিল ৩৫ নম্বর স্থানে। কিন্তু চলতি বছরে শহরের গুরুত্বপূর্ণ ২৩টি ওয়ার্ডে এই সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছিল, মূলত রাস্তা থেকেই এই দূষণের মাত্রা বাড়ছে। তাই রাস্তার দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। সেখান থেকেই এই সাফল্য এসেছে বলে আশা করা হচ্ছে। আগামীদিনে শহরকে পুরোপুরি ভাবে দূষণমুক্ত করতে আরও পদক্ষেপ করা হবে বলে খবর।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে চিন্তা বাড়িয়েছে দুর্গাপুরের মত গুরুত্বপূর্ণ শহর। তিন থেকে দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরগুলিকে নিয়েও সমীক্ষা করা হয়েছিল। এমন ৪৪ টি শহরের মধ্যে ৩৭ নম্বর স্থানে রয়েছে দুর্গাপুর। বিগত বছর সেই তালিকার ১৫ নম্বর স্থানে ছিল ইস্পাত নগরী। যা খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুরবাসীর চিন্তা বাড়িয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতামত, আসানসোল পৌরসভা যেভাবে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ করছে, সেই একই উপায় অবলম্বন করলে সাফল্য আসবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : দূষণের অন্ধকারে আশার আলো! মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে রাজ্যে প্রথম আসানসোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল