TRENDING:

‘আগেও এমন হয়েছিল…’ এবার চূড়ান্ত পরিণতি! স্ত্রীর দাবি ঘিরে একাধিক প্রশ্ন

Last Updated:

তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কিন্তু আগেও তাঁর ওপর হামলা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান. দীপক শর্মা: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরপ। তার ফলেই মৃত্যু হল এক ব্যক্তির। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। মৃতের স্ত্রীর অভিযোগ, ওই ব্যক্তির ওপর আগেও একাধিকবার হামলা করা হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি নাম গোপাল মাহাত।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

যদিও কে বা কারা ওই ব্যক্তির ওপর হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কিন্তু আগেও তার ওপর হামলা করা হয়েছে। আর এবারের হামলায় বেধড়ক মারধরে মৃত্যু হয়েছে গোপাল বাবুর।

আরও পড়ুন : ভিডিও কলে অ্যারেস্ট, বিধবা মহিলার কাছে লুট ২ কোটি! ঘটনা জানলে চোখ কপাল উঠবে

advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,  রাতে গোপাল মাহাতোকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর আসানসোলের চিনাকুড়ির ডিসপেনসারির কাছে ফেলে যাওয়া হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কৃষিজমির অবস্থাও এই রাস্তার থেকে ভাল! প্রসূতি থেকে পড়ুয়া, ভোগান্তি সবার… 

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে এই ঘটনার পর আরও সতর্ক হয়েছে পুলিশ। জানা গিয়েছে, যে কোনওরকম অশান্তি ঠেকাতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কে বা কারা এই কাণ্ড করল, তার খোঁজ চলছে। মৃতের আত্মীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আগেও এমন হয়েছিল…’ এবার চূড়ান্ত পরিণতি! স্ত্রীর দাবি ঘিরে একাধিক প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল