যদিও কে বা কারা ওই ব্যক্তির ওপর হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কিন্তু আগেও তার ওপর হামলা করা হয়েছে। আর এবারের হামলায় বেধড়ক মারধরে মৃত্যু হয়েছে গোপাল বাবুর।
আরও পড়ুন : ভিডিও কলে অ্যারেস্ট, বিধবা মহিলার কাছে লুট ২ কোটি! ঘটনা জানলে চোখ কপাল উঠবে
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, রাতে গোপাল মাহাতোকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর আসানসোলের চিনাকুড়ির ডিসপেনসারির কাছে ফেলে যাওয়া হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : কৃষিজমির অবস্থাও এই রাস্তার থেকে ভাল! প্রসূতি থেকে পড়ুয়া, ভোগান্তি সবার…
অন্যদিকে এই ঘটনার পর আরও সতর্ক হয়েছে পুলিশ। জানা গিয়েছে, যে কোনওরকম অশান্তি ঠেকাতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কে বা কারা এই কাণ্ড করল, তার খোঁজ চলছে। মৃতের আত্মীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।