ভিডিও কলে অ্যারেস্ট, বিধবা মহিলার কাছে লুট ২ কোটি! ঘটনা জানলে চোখ কপাল উঠবে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
বিভিন্ন ব্যাংকের অভিযোগ পত্র ও সুপ্রিম কোর্টের নির্দেশের নথি দেখানো হয়। মুক্তির জন্য দাবি করা হয় ২কোটি টাকা।
নদীয়া, সমীর রুদ্র: মহিলাকে ভয় দেখিয়ে দু’কোটি টাকা লুট। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে বয় দেখানো হয়েছে এক বিধবা মহিলাকে। তারপর ধাপে ধাপে লুঠ করা হয়েছে প্রায় ২ কোটি টাকা। যদিও এি ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ৫২ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
পুলিশ সূত্রে খবর, মায়াপুরের বাসিন্দা সচনা ভেল্লাই নামে এক বিধবা মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলা হয়। তারপর তাঁর কাছে থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় দু’কোটি টাকা। গত ২৭ মে সকালে তাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, তার আধার কার্ড নম্বর ব্যবহার করে বেআইনি কাজ করা হয়েছে। এর কিছু পরেই তাকে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভিডিও কল করে জানানো হয়, তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : কৃষিজমির অবস্থাও এই রাস্তার থেকে ভাল! প্রসূতি থেকে পড়ুয়া, ভোগান্তি সবার…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিশ্বাস অর্জনের জন্য মুম্বাই পুলিশের লোগো এবং বেশ কয়েকজন গ্রেফতার হওয়া দুষ্কৃতী ও বিভিন্ন ব্যাংকের অভিযোগ পত্র ও সুপ্রিম কোর্টের নির্দেশের নথি দেখানো হয়। মুক্তি দেওয়ার জন্য ওই মহিলার কাছে থেকে ২কোটি টাকা দাবি করা হয়। এরপর তিনি ২৭ মে থেকে ১৮ জুন পর্যন্ত দফায় দফায় প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু’কোটি টাকা পাঠিয়েছেন। যদিও প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি কৃষ্ণনগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
advertisement
প্রথমে কিছুটা ধোঁয়াশায় মধ্যে থাকলেও একে একে সূত্র খুঁজে বের করেন পুলিশ আধিকারিকরা। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, কর্ণাটকের মাইসোরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করা হয়েছে। চেকের মাধ্যমে ৪ লক্ষ টাকা তুলেছেন মাইসোরের বাসিন্দা বিনায়ক কুমার। সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ।
advertisement
এরপর গত ১২ আগস্ট গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। পরে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচ থেকে ছয় জন জড়িত আছে। তারা বিভিন্ন রাজ্যের বাসিন্দা এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করেছে। এখনও পর্যন্ত প্রায় ৫২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে ত্ললাশি। পাশাপাশি বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 6:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিডিও কলে অ্যারেস্ট, বিধবা মহিলার কাছে লুট ২ কোটি! ঘটনা জানলে চোখ কপাল উঠবে