TRENDING:

Fire at Government Office: মধ্যরাতের আগুনে পুড়ে ছাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, ছুটে এলেন জেলাশাসক

Last Updated:

আগুন নিয়ন্ত্রণে আনতে লাগাতার কাজ করেছে দমকলের ১১ টি ইঞ্জিন। অন্ডাল বিমানবন্দরের রেসকিউ টিম পর্যন্ত হাজির হয়েছিল ঘটনাস্থলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: উৎসবের রাত শেষে সবাই তখন ঘুমোতে যাবেন। তার মধ্যেই ভয়ংকর অগ্নিকাণ্ড দুর্গাপুরে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে বিধ্বংসী আগুন। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, মধ্যরাতে লেগে যাওয়া আগুন নেভাতে সকাল পর্যন্ত সময় লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে লাগাতার কাজ করেছে দমকলের ১১ টি ইঞ্জিন।
advertisement

আরও পড়ুনঃ সরকারি দফতরে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই একাধিক নথি! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

অন্ডাল বিমানবন্দরের রেসকিউ টিম পর্যন্ত হাজির হয়েছিল ঘটনাস্থলে। দুর্গাপুরের সিটি সেন্টারে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়। সেখানেই সোমবার গভীর রাতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত দেড়টা থেকে দুটোর মধ্যে প্রথম আগুন সামনে আসে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় পুরো অফিসটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

advertisement

অগ্নিকাণ্ড সামনে আসার পরেই সঙ্গে সঙ্গে খবর যায় দমকলের কাছে। দমকলের কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় সেখানে এসে হাজির হয়। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে আনানো হয় আরও বেশ কিছু দমকলের ইঞ্জিন। পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেওয়া হয় অন্ডাল বিমানবন্দরের ফায়ার রেস্কিউ টিমকে। ফায়ার রেস্কিউ টিমের সদস্যরা ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন।

advertisement

অন্যদিকে দমকল কর্মীরাও আগুন নেভানোর জন্য রাতভর কাজ করেছেন। তবে বিধ্বংসী এই আগুন পুরো কার্যালায়টিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পুড়ে গিয়েছে অফিসে থাকা যাবতীয় ফাইল পত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। যদিও কিভাবে আগুন লাগল কেন এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। জেলা প্রশাসন পুরো বিষয়টি তদন্তের জন্য দমকলের সঙ্গে বৈঠক করবে বলে জানা গিয়েছে।

advertisement

অন্যদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে দমকলের আধিকারিকরা ছুটে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস ব্যানার্জি। ঘটনাস্থলে ছুটে আসেন সদ্য কাজে যোগ দেওয়া নতুন জেলাশাসক এস পোন্নাবলম। ঘটনাস্থলে ছিলেন এডিডিএ’র সিইও আকাঙ্ক্ষা ভাস্কর। পাশাপাশি কমিশনার, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, ছুটে এসেছিলেন ঘটনাস্থলে। অগ্নিকাণ্ডের বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, প্রশাসন প্রাথমিকভাবে নজর দিয়েছিল কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়। পরিস্থিতি বুঝে বেশি সংখ্যক দমকলের ইঞ্জিন আনানো হয়েছিল।

advertisement

তবে এই ঘটনায় কারও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। জেলাশাসক জানিয়েছেন, কিভাবে আগুন লাগল বা কেন এত দ্রুত আগুন বিধ্বংসী রূপ নিল, তা তদন্ত করে দেখা হবে। এই অগ্নিকাণ্ডের ফলে এডিডিএ’র কার্যালয়ের কি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও সামনে আসেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর কার্যালয়ে ঢুকে দেখা গিয়েছে, কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে থাকা প্রায় সবকিছু।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Government Office: মধ্যরাতের আগুনে পুড়ে ছাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, ছুটে এলেন জেলাশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল