Fire at Government Office: সরকারি দফতরে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই একাধিক নথি! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Fire at Government Office: আসানসোলে সরকারি দফতরে ভয়ানক আগুন। মাঝরাত থেকে পুড়েছে গোটা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আসানসোলঃ আসানসোলে সরকারি দফতরে ভয়ানক আগুন। মাঝরাত থেকে পুড়েছে গোটা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার রাতে লাগে বিধ্বংসী আগুন। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ১০ থেকে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রাতভর চেষ্টা করেছে দমকলের ১২টি ইঞ্জিন।
দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে সোমবার মাঝরাতে আগুন লাগে। রাত ২টোর সময় ঘটনাস্থলে যায় বিশাল দমকল বাহিনী। তবে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের ইঞ্জিনের সংখ্যা বাড়তে হয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় দফতরের অধিকাংশ ঘরগুলিকে। বাইরে থেকে জানলা দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
আগুন লাগার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। গিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ও। রাতে দফতরে কোনও কর্মী ছিল না। তবে অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হয়েছে। কী থেকে আগুন লাগল, স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শুরু করা হবে। তদন্তেই আসল কারণ জানা যাবে বলে দাবি দমকল কর্মীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Government Office: সরকারি দফতরে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই একাধিক নথি! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন