Agriculture News: উন্নত প্রযুক্তি ব্যবহারে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, চারা রোপন হচ্ছে মেশিনে

Last Updated:

Agriculture News: ভাল মুনাফা ঘরে তুলতে পেরে ধান চাষেই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন উত্তর ২৪ পরগনার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রামের কৃষকরা।

ধান রোপন মেশিন
ধান রোপন মেশিন
উত্তর ২৪ পরগনা: ধানের চারা রোপন যন্ত্রের ব্যবহারে কম খরচে ধান চাষে মিলেছে সাফল্য। ভাল মুনাফা ঘরে তুলতে পেরে ধান চাষেই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন উত্তর ২৪ পরগনার রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের মালিক গ্রামের কৃষকরা। ফলে কৃষিদফতরের প্রশিক্ষন পেয়ে আধুনিক পদ্ধতি প্রয়োগে সদিচ্ছা দেখাতে শুরু করেছেন এই গ্রামের কৃষকরা। বিগত দিনে দেখা গেছে ধান চাষের ক্ষেত্রে খরচের বহর বেড়েছে, পাশাপাশি সময় মতো ধানের চারা রোপনে মিলছে না পর্যাপ্ত কৃষি-শ্রমিক।
advertisement
এই সবের জেরেই চারা রোপনে দেরিহওয়ায় ফলনের হার কমেছে। এমত অবস্থায় হতাশ কৃষকদের মনে আত্মবিশ্বাস এনে দিতে হাবড়া ১ নং ব্লকের কৃষিদপ্তরের আত্মা প্রকল্পের উদ্দ্যোগে তৈরি হয়েছে কৃষি বিদ্যালয়। যেখানে কৃষকদের নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে চাষের পদ্ধতিগুলো শেখানো হয় হাতে কলমে।
advertisement
যন্ত্রের সাহায্যে ধান চাষে সাফল্য পেয়ে মালিক গ্রামের কৃষক সাইফুল্লা গাজি জানালেন, গতানুগতিক ধান চাষে ধানের চারা রোপন করতে বিঘা প্রতি খরচ পড়ত ১১০০ থেকে ১২০০ টাকা। সেখানে যন্ত্রের ব্যবহারে খরচ গিয়ে সর্বসাকুল্যে দাঁড়ায় ৬০০ থেকে ৬৫০ টাকা। উপরন্তু এই পদ্ধতিতে চাষে করলে গাছের বৃদ্ধির হার হয় দ্রুত।ফলনের পরিমানও হয় যথেষ্ঠ। গতানুগতিক চাষে রোপনের সঠিক সময়ে, মেলেনা কৃষিশ্রমিক। ফলে সঠিক সময়ে ফসল ফলাতে না পেরে ঘাটতি দেখা যায় ফলনে। মাথার ঘাম পায়ে ফেলেও মেলেনা ফসলের দাম। এমন সমস্যা থেকে কৃষকদের মুক্তি দিতে কৃষি দফতরের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন কৃষক সাইফুল্লা গাজি। বিজ্ঞানসম্মত উপায়ে ধান চাষে অভুতপুর্ব সাফল্যে কৃষকের ঘরে উঠেছে সোনার ফসল বিক্রির লাভের টাকা। চাষ করে ঋনের বোঝা বয়ে বেড়ানো নয় বরং যন্ত্রের ব্যবহারে ধান চাষে সুদৃঢ় হচ্ছে লাভের অংকের পরিমান।
advertisement
কীভাবে কাজ করে এই মেশিন! ধানের চারা রোপনের আগে বিশেষ পদ্ধতিতে প্লাষ্টিকের ট্রে-তে ধানের বীজতলা বসানো হয়। একটা সময় পর সেগুলো ট্রে থেকে তুলে মেশিনের সাহায্যে মাঠে কাদা করে বসানো হয়। পুরো প্রক্রিয়াটা যেহেতু মেশিনে করা হয় তাই ধানের চারার শিকড় থাকে অক্ষত। গাছগুলো মাটির গভীরে প্রবেশ করে না। শিকড় সমেত গাছের চারাগুলো অচিরেই মাটিতে শিকড় বিস্তার করে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সময় মতো রোপন হতেই ফলনের ব্যপ্তি ঘটে আশানুরুপ ভাবে। কৃষি আধিকারিক দাবী করেছেন, গতানুগতিক চাষ অপেক্ষা মেসিনের সাহায্যে ধান রোপন করলে ফলন বাড়বে ৩০ শতাংশেরও বেশী।
advertisement
ধানের চারা রোপন যন্ত্রের ব্যবহারে কম সময়ে,কম টাকায় বেশী জমিতে ধানের চারা রোপনে বেড়েছে ফলনের হার। গতানুগতিক চাষ থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে আগ্রহ দেখিয়ে লাভের মুখ দেখতেই কৃষক পরিবারের মুখে ফুটছে চওড়া হাসি।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Agriculture News: উন্নত প্রযুক্তি ব্যবহারে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, চারা রোপন হচ্ছে মেশিনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement