‘সৃষ্টি’ অর্থাৎ সমাজে নতুন কিছু তৈরির ভাবনা। এবার সেই নতুন কিছু ‘সৃষ্টি’ দিয়ে ফুটিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ। এমনই অভিনব ভাবনা নিয়েছে আসানসোলের পুজো মণ্ডপ। আসানসোল কল্যাণপুর কে সেক্টর পুজো কমিটির সম্পাদক শুভদীপ মণ্ডল জানান, এ বছর আমরা ৩৯ তম বর্ষে পদার্পণ করছি। প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটে এই মণ্ডপ তৈরি হবে। আমাদের থিম ‘সৃষ্টি’। যার ট্যাগলাইন ‘হারিয়ে যাওয়া আধুনিকতা’।
advertisement
আরও পড়ুন : বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি
এই হারিয়ে যাওয়া আধুনিকতা মানে কিছু বছর আগেও যা ছিল, এখন ফোনের যুগে সেগুলি আমরা হারিয়ে ফেলেছি। আসানসোল কল্যাণপুর কে সেক্টরের পুজো এবার ৩৯ তম বর্ষে পদার্পণ করছে। শহরে বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই পুজো। প্রত্যেক বছরই তারা নিত্যানতুন থিমের ভাবনা ফুটিয়ে তোলেন পুজোর মণ্ডপ। এবার তাঁদের ভাবনা ‘সৃষ্টি’, যা আধুনিকতার জোয়ারে হারিয়ে যাওয়া মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন করে তৈরি করতে তাঁদের ভাবনা ‘সৃষ্টি’। সেই অনুকরণে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমগ্র মণ্ডপটি তৈরি করা হচ্ছে বাঁশ, প্লাই, লোহার কাজ দিয়ে। থাকবে আরও অন্যান্য জিনিসের কাজ। সমগ্র মণ্ডপটি চোখ ধাঁধানো আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তোলা হবে। প্রতিমা প্রত্যেক বছর সাবেকিয়ানার ধাঁচে তৈরি করা হয়, থাকে ডাকের সাজ। তাই এবারে পুজোয় দর্শনার্থীরা এলে দেখতে পাবেন একটি নতুন ‘সৃষ্টি’, যা আপনাকে আকর্ষণ করবে ও আগামিতে ভাল কিছু করার অনুপ্রেরণা জোগাবে।