বর্তমানে মোবাইলের প্রতি আশক্তি বেড়েছে আট থেকে আশি, অনেকেরই মধ্যে। তাই আস্তে আস্তে বই পড়ার প্রবণতা কমেছে অনেকাংশে। মোবাইলে দেখানো হচ্ছে কার্টুন সহ বিভিন্ন মনোরঞ্জনের জিনিস। এই সব কারণে বই এর প্রতি একটা ভীতি থেকে যাচ্ছে। এবার বই ভীতি দূর করতে অভিনব উদ্যোগ নিতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার এই গ্রন্থাগার।
advertisement
আরও পড়ুন : বাংলাদেশকে সতর্ক করল ভারত! বিপদসীমার ওপরে বইছে গঙ্গা
আসানসোল জেলা গ্রান্থাগার ইনচার্জ জয়শ্রী চক্রবর্তী বলেন, “গ্রন্থাগারে শিশুদের জন্য একটা বিভাগ রয়েছে। তবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, শিশুদের পড়ার যে ঘর আছে, সেই ঘরটির পরিবেশ সুন্দর করে তোলার। অনেক শিশুদের মধ্যে একটা ভীতি থাকে বইয়ের ওপরে। বই প্রতি আকর্ষণ ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা গ্রহণ করতে চলেছি।
আরও পড়ুন : বাজারে নতুন চা, দাম শুনলে আঁতকে উঠবেন! এক লক্ষ টাকা কেজি
কিন্তু কেন আসবেন এখানে? আর কী কী বা জিনিস থাকছে এখানে? আসুন তাহলে জেনে নেওয়া যাক। বাচ্চারা যেখানে বসে পড়বে সেই ডেস্ক ও চেয়ার করা হবে কালারফুল। যেমন বিভিন্ন কার্টুন- টম এন্ড জেরি, ছোটা ভীমের চরিত্র ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি বাচ্চাদের জন্য থাকছে পড়াশোনার ছলে বিভিন্ন খেলনার সামগ্রী। থাকছে বিভিন্ন কার্টুন চরিত্রের বই, ড্রয়িং বুক, ড্রয়িং শিট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রুমের দেওয়ালগুলিও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সুন্দর ভাবে সাজিয়ে তোলা হবে। পাশাপাশি বাচ্চাদের আকর্ষণ করতে রাখা হবে আধুনিক আসবাবপত্র। সব মিলিয়ে বাচ্চাদের বইমুখী করে তুলতে পুজোর আগেই বাচ্চাদের জন্য নতুন আঙ্গিকে আসতে চলেছে আসানসোল জেলা লাইব্রেরী।