অনেকে আছেন যারা জন্ম থেকে বিশেষভাবে সক্ষম। কিন্তু তাদের প্রবল ইচ্ছা থাকে সমাজে এগিয়ে যাওয়ার। ইচ্ছা শক্তিকে ভর করেই তাঁরা ভাল জায়গায় পৌঁছে যান। সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েই বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা হারমোনিয়াম বাজিয়ে কখনও সুর তুলছেন, কেউ আবার গানের সুরের তালে তালে তবলা ও খোল বাজাচ্ছেন। তাদের এই প্রতিভা লুকিয়ে আছে পশ্চিম বর্ধমান জেলার এই স্কুলে।
advertisement
আরও পড়ুন : মোবাইলের নে*শা ভুলে এবার ‘মোবাইল’ স্কুলে! পড়াশোনায় ফের মন বসাতে অভিনব উদ্যোগ শিক্ষকের
আসানসোল ব্রেইল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ মন্ডল বলেন, “আমাদের এই ব্রেইল একাডেমিতে ৩১ জন ছাত্র ছাত্রী আছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আছে, যারা গান করে, কেউ ভাল তবলা বাজাতে পারে, কেউ ভাল হারমোনিয়াম বাজাতে পারে। এছাড়াও কেউ কম্পিউটার ভাল চালাতে পারে। সকাল ও বিকেলে গানের চর্চা করানো হয়। ব্রেইল একাডেমী ২০০৮ সালে প্রতিষ্ঠা হয়। আসানসোলের এইচ এলজি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এই একাডেমি।
আরও পড়ুন : শিক্ষক দিবসে পুরস্কারের বন্যা! একসঙ্গে ৬ শিক্ষক পেলেন শ্রেষ্ঠ সম্মান! এই প্রতিষ্ঠান রাজ্যের গর্ব
যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের থাকা-খাওয়া ও পড়াশোনার বন্দোবস্ত করা হয়। সেই স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা গান-বাজনাতেও দক্ষ। তাদের মধ্যেই রয়েছেন মোনালিসা বলে এক ছাত্রী। যিনি রবীন্দ্র সংগীত ভালবাসেন। তার ইচ্ছা আগামীতে ভাল সংগীত শিল্পী হওয়ার। তার পছন্দের গায়ক গায়িকা লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল ও অরজিৎ সিং।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমস্ত ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রত্যেক দিনই পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনার প্রশিক্ষণ নেয়। তাদের ভাল করে প্রশিক্ষণ দেন বিশেষভাবে সক্ষম গানের শিক্ষক কাঞ্চন তন্তুবায়। স্বাভাবিকভাবেই এই ছাত্র ছাত্রীদের প্রতিভা এলাকায় সুনাম ছড়িয়েছে।