শিক্ষক দিবসে পুরস্কারের বন্যা! একসঙ্গে ৬ শিক্ষক পেলেন শ্রেষ্ঠ সম্মান! এই প্রতিষ্ঠান রাজ্যের গর্ব

Last Updated:
দুর্গাপুরে প্রথমবার কোনও  শিক্ষা প্রতিষ্ঠানের এমন নজরকাড়া সফলতা। একই কলেজের ছয় জন শিক্ষকের মাথায় সেরার শিরোপা।
1/6
শিক্ষক দিবসে এবার দুর্গাপুর আইটিআই কলেজের জয় জয়কার।একই কলেজের ৬ জন শিক্ষকের মাথায় উঠল সেরার শিরোপা।দুর্গাপুরে প্রথমবার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের এমন নজরকাড়া সাফল্যে গর্বিত রাজ্য তথা দুর্গাপুরবাসী।( ছবি ও তথ্য দীপিকা সরকার)
শিক্ষক দিবসে এবার দুর্গাপুর আইটিআই কলেজের জয় জয়কার। একই কলেজের ৬ জন শিক্ষকের মাথায় উঠল সেরার শিরোপা।
দুর্গাপুরে প্রথমবার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের এমন নজরকাড়া সাফল্যে গর্বিত রাজ্য তথা দুর্গাপুরবাসী। (ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
2/6
শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৬ জন শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের তরফ থেকে
শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৬ জন শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের তরফ থেকে " শ্রেষ্ঠত্ব সন্মান"। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
দুর্গাপুর আইটিআইয়ের ওই ৬ জন রত্ন হলেন, জন অ্যান্থনি কুপার, তিনি ফিটার। রমেশ রক্ষিত, তিনি ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর। গত ২০২৩ - এ তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। অসীম কুমার মুখোপাধ্যায়,তিনি যন্ত্রবিদ। ইন্দ্রনীল মুখোপাধ্যায়,তিনি ডিজেল মেকানিক এবং অংশুমান সাহা, তিনি ওই কলেজের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের ইন্সট্রাক্টর। (ছবি ও তথ্য দীপিকা সরকার)
দুর্গাপুর আইটিআইয়ের ওই ৬ জন রত্ন হলেন, জন অ্যান্থনি কুপার, তিনি ফিটার। রমেশ রক্ষিত, তিনি ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর।সুকান্ত কোনার, তিনি ইলেক্ট্রিশিয়ান। অসীম কুমার মুখোপাধ্যায়, তিনি যন্ত্রবিদ। ইন্দ্রনীল মুখোপাধ্যায়, তিনি ডিজেল মেকানিক এবং অংশুমান সাহা, তিনি ওই কলেজের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিভাগের ইন্সট্রাক্টর। (ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
4/6
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎকর্ষ বাংলা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কলকাতার ধনধান্য ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।টেকনিক্যাল এডুকেশন মিনিস্টার ইন্দ্রনীল সেন এই ৬ জন গুনি শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় কলকাতার ধনধান্য ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেকনিক্যাল এডুকেশন মিনিস্টার ইন্দ্রনীল সেন এই ৬ জন গুনি শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
পাশাপাশি শিক্ষক দিবসের এই পুণ্য লগ্নে এই একই কলেজের দুই বিশিষ্ট শিক্ষক সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পেয়ে গেলেন জাতীয় শিক্ষক পুরস্কার। স্বাভাবিকভাবেই শিক্ষক দিবসে এক অনন্য নজির গড়ল দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
পাশাপাশি শিক্ষক দিবসের এই পুণ্য লগ্নে এই একই কলেজের দুই বিশিষ্ট শিক্ষক সুকান্ত কোনার এবং ইন্দ্রনীল মুখোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পেয়ে গেলেন জাতীয় শিক্ষক পুরস্কার। স্বাভাবিকভাবেই শিক্ষক দিবসে এক অনন্য নজির গড়ল দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
6/6
কলেজের উপ - অধিকর্তা অরিন্দম আচার্য বলেন,এই শিক্ষক দিবসে আমাদের ২ জন শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মানে সম্মানিত হলেন।পাশাপাশি ৫ জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন গতকাল।এর আগেও ২০২৩ সালে কলেজের আরও একজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন।তাঁরা পশ্চিমবঙ্গে তথা পশ্চিম বর্ধমান জেলার গর্ব। আমাদের কলেজ স্বাভাবিক ভাবেই গর্বিত।(ছবি ও তথ্য :দীপিকা সরকার)
কলেজের উপ - অধিকর্তা অরিন্দম আচার্য বলেন,এই শিক্ষক দিবসে আমাদের ২ জন শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মানে সম্মানিত হলেন।পাশাপাশি ৫ জন শিক্ষক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন গতকাল।এর আগেও ২০২৩ সালে কলেজের আরও একজন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন।তাঁরা পশ্চিমবঙ্গে তথা পশ্চিম বর্ধমান জেলার গর্ব। আমাদের কলেজ স্বাভাবিক ভাবেই গর্বিত। (ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement