একটা সময় ছিল যখন এতটা ক্যামেরা যুক্ত মোবাইলের রমরমা ছিল না। ক্যামেরায় ছবি তুলতে যেতে হত কোনও স্টুডিওতে। সেই সময় ছবি তোলার জন্য বাচ্চা থেকে বয়স্ক সবার ছবি তোলার প্রতি একটা আলাদাই অনুভূতি ছিল। সেই সময় যে ক্যামেরা ব্যবহার করা হত সেই ক্যামেরা দেখতে পাবেন আসানসোল বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। শুধু প্রাচীন ক্যামেরা নয়, ক্যামেরার সঙ্গে থাকছে দেশের বিভিন্ন জায়গার পাখির সঙ্গে পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ।
advertisement
বিশিষ্ট আলোকচিত্র শিল্পী গৌর শর্মা বলেন, “এর আগেও আমি তিনটি ছবির প্রদর্শনী করেছিলাম। এবার আমি বিভিন্ন পাখি নিয়ে একটি প্রদর্শনী করেছি। যেহেতু আমরা পাখি সম্পর্কে ওয়াকিবহুল নয়। সচেতনতার জন্যই এই প্রদর্শনী করেছি। শুধু পশ্চিমবঙ্গেই প্রায় ৬৮০ বেশি প্রজাতির বিভিন্ন পাখি পাওয়া যায়। এর পাশাপাশি এখানে প্রাচীন ক্যামেরা রাখা হয়েছে, একটি ক্যামেরা ১৬৫ বছরের পুরনো এবং বাকি ক্যামেরা গুলো রয়েছে সেগুলি প্রায় ১০০ বছরের বেশি পুরানো।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলোকচিত্র দিবস উপলক্ষে চার দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রদর্শনীতে আসা দর্শকদের জন্য আকর্ষণীয় জিনিস হিসেবে থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ টি কাছাকাছি বিভিন্ন প্রজাতির পাখির ছবি। সেই পাখিগুলি সম্পর্কে পরিচিত হতে পারবেন আপনিও পাশাপাশি আরও একটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রাচীন ক্যামেরা। এগুলোর কোনওটির বয়স ১৬৫ বছর আবার কোনওটির বয়স ১০০-র বেশি। তাই ইতিহাসের মুখোমুখি হতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই আর্ট গ্যালারিতে।