নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, একদম নির্ভুল তথ্য! রাজ্যের বসিন্দাদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ আবহাওয়া দফতরের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
আবহাওয়ার নির্ভুল তথ্য দিতে বাড়ছে আবহাওয়া কেন্দ্র। বিক্ষিপ্ত বৃষ্টিপাত, স্থানীয় ঝড়ের নির্ভুল পূর্বাভাস দিতে নিজস্ব কেন্দ্রের সংখ্যা বাড়াচ্ছে আবহাওয়া দফতর। যার একটি কেন্দ্র হবে গঙ্গাসাগরে।
গঙ্গাসাগর, নবাব মল্লিক: আবহাওয়ার নির্ভুল তথ্য দিতে গঙ্গাসাগরেও হবে আবহাওয়া কেন্দ্র। জানা গেছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, স্থানীয় ঝড়ের নির্ভুল পূর্বাভাস দিতে নিজস্ব কেন্দ্রের সংখ্যা বাড়াচ্ছে আবহাওয়া দফতর। যার একটি কেন্দ্র হবে গঙ্গাসাগরে। এর কারণ হিসেবে উঠে এসেছে আবহাওয়ার বৈচিত্র্যের কথা। জেলার একপ্রান্তে রয়েছে রোদ। কিন্তু হঠাৎ করে অন্য জায়গায় চলছে প্রবল ঝড়-বৃষ্টি। এই সমস্ত স্থানীয় আবহাওয়ার নিখুঁত তথ্য পেতে এই কেন্দ্র কাজ করবে।
এইরকম ঘটনা বর্ষার চলতি মরশুমেও একাধিকবার প্রত্যক্ষ করেছে স্থানীয়রা। স্থানীয় ঝড়ে বাসন্তী, রায়দিঘির কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস দেওয়ার যে পদ্ধতি, আধুনিক প্রযুক্তির হাত ধরে তা অনেক উন্নত হয়েছে। স্যাটেলাইট ইমেজ সহ আরও নানা প্রযুক্তির কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলির নিয়ে এখন অনেকটাই নির্ভুল পূর্বাভাস দিতে পারে আবহাওয়া দফতর। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি, স্থানীয় ঝড় ইত্যাদির ক্ষেত্রে পূর্বাভাস এখনও ততটা নির্ভুল হয় না।
advertisement
advertisement
সেজন্য এসব ক্ষেত্রে পূর্বাভাস আরও নিখুঁত করতে রাজ্যের বিভিন্ন জায়গায় নিজস্ব কেন্দ্র খোলার পাশাপাশি রেডার বসানো সহ একগুচ্ছ উদ্যোগ নিচ্ছে আবহাওয়া দফতর। আর তারই অঙ্গ হিসেবে দক্ষিণ ২৪ পরগনার সাগরেও হবে আবহাওয়া কেন্দ্র।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যত বেশি তথ্য আসবে, তা বিশ্লেষণ করে তত বেশি নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। সেজন্য তথ্য সংগ্রহের পরিকাঠামো ঢেলে সাজার সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে তাঁদের একটি নিজস্ব কেন্দ্র তৈরি হচ্ছে। পরবর্তীকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটেও কেন্দ্র গড়ে তোলা হবে। যার ফলে উপকৃত হবেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, একদম নির্ভুল তথ্য! রাজ্যের বসিন্দাদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ আবহাওয়া দফতরের








