এবার স্থায়ী সমাধানের পথে বনদফতর।এই সমস্যা কাটাতে এবার বড় সিদ্ধান্ত নিল বনবিভাগ ও সুন্দরবন টাইগার রিজার্ভ (এসটিআর)। নাইলনের বদলে স্টিলের ফেন্সিং বসানোর কাজ শুরু হচ্ছে শিগগিরই।
আরও পড়ুন: মামার বাড়িতে বেড়াতে এসে নিজের মনে খেলছিল সে, তারপর যা হল! মর্মান্তিক পরিণতি
বনদফতর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে এই স্টিলের জাল বসানো হবে। স্টিলের জাল যেমন দীর্ঘস্থায়ী, তেমনই তা কাটা বা নষ্ট করা মৎস্যজীবীদের পক্ষে প্রায় অসম্ভব।দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের কর্তা জানিয়েছেন, রায়দিঘি রেঞ্জের কুলতলি অঞ্চলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখানেই সবচেয়ে বেশি বাঘের আনাগোনা চোখে পড়ে। যদি কুলতলির ৪৬ কিলোমিটার জঙ্গল এলাকায় স্টিলের জাল বসানো যায়, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তিনি।
advertisement
এসটিআরের আরও কয়েকটি অঞ্চলেও জাল বসানোর পরিকল্পনা সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে থাকা সজনেখালি, বসিরহাট রেঞ্জ ও আশপাশের অঞ্চলেও এই ধরনের ফেন্সিং বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হবে এবং শীতকালের আগেই বেশিরভাগ জায়গায় এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আশাবাদী সুন্দরবনপ্রেমীরা এই উদ্যোগে আশাবাদী সুন্দরবন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা পরিবেশপ্রেমী এবং গবেষকরা। সুমিত ঘোষ, অপ্রতিম সিনহা, উদ্যালক পাবলো, শেখ শামসুদ্দিন সহ অনেকেই মনে করছেন, স্টিল ফেন্সিং বসলে সুন্দরবনের গ্রামগুলিতে বাঘের লোকালয়ে আসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবে।