আরও পড়ুন: ৭০০ বছরের প্রাচীন খড়দহের ক্ষেত্রপাল ঠাকুরবাড়ি, কালিকাপুরাণ মতে হয় দেবি আরাধনা
এ বছর তাই কচুরিপানার আঁশ দিয়ে তৈরি করেছেন ক্ষুদ্র মা দুর্গার প্রতিমা। সোশ্যাল মিডিয়ায় দেখা কচুরিপানা শুকিয়ে আঁশ বার করে তৈরি হচ্ছে শাড়ি। সেই থেকেই মাথায় আসে অভিনব এই উপকরণ দিয়েই প্রতিমা তৈরির চিন্তা। প্রায় ১২ থেকে ১৫ দিনের চেষ্টায় অবশেষে ফুটিয়ে তুলেছেন নিজের এই শিল্প সৃষ্টি। ১ ইঞ্চির পুরো প্রতিমাই তৈরি হয়েছে কচুরিপানার আঁশ ব্যবহার করে। পাশাপাশি শিল্পী ছয় ইঞ্চি, আট ইঞ্চির প্রতিমা তৈরি করেছেন, যা বিদেশেও পাড়ি দিয়েছে। এছাড়াও সার্বজনীন পূজোর প্রতিমা থেকে মণ্ডপ শয্যার নানা শিল্প কর্মও শিল্পী ফুটিয়ে তোলেন বলেও জানান।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের নবম শ্রেণির ছাত্রের হাতে ফুটে উঠছে প্রতিমা! পৌঁছে যাচ্ছে এলাকার মন্ডপে মন্ডপে
পেশা বলতে অ্যানিমেশনের কাজ ও আঁকা শেখানো। তবে প্রতিবছর পূজোর আগে নানা জিনিস ব্যবহার করে এভাবেই মিনিয়েচার মাতৃ প্রতিমা তৈরি করেন সখে। তার এই মিনিয়েচার আর্ট নিয়ে বহুবার বহু জায়গায় এক্সিবিশনও হয়েছে, এমনকি দুর্গাপুজোর সময় বহু মণ্ডপে গিয়েও তিনি তার তৈরি এই নানা ধরনের ক্ষুদ্র দুর্গা প্রতিমার প্রদর্শনী করেছেন। সরকারের তরফ থেকেও মিলেছে শিল্প সৃষ্টির স্বীকৃতি। এ বছরও যদি কোন পুজো কমিটি তার এই শিল্প সৃষ্টির প্রতিভা গুলিকে তুলে ধরতে চান, তবে তিনি আগ্রহী বলেও জানান শিল্পী দেবপ্রসাদ। এখন শখের তৈরি এই ১ ইঞ্চির দুর্গা প্রতিমা দেখতেই জমছে বহু মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই ক্ষুদ্র কচুরিপানার দুর্গা প্রতিমার ছবি।
Rudra Narayan Roy