TRENDING:

Hooghly News: দুর্ঘটনা কেড়ে নিয়েছে কারও হাত, কারও পা! অসহায়দের সহায় হলেন আরামবাগের আজাহার, বিরাট উদ‍্যোগ

Last Updated:

Hooghly News: দুর্ঘটনায় কারোর হাত বাদ গেছে, কারোর বা পা। জীবনের মূল স্রোত থেকে তারা অনেকটাই পিছিয়ে। যখন এই সব মানুষরা সমাজের বাতিলের খাতায় সেই সময় তাদের জীবনের আশার আলো দেখাচ্ছেন আরামবাগের এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দুর্ঘটনায় কারোর হাত বাদ গেছে, কারোর বা পা। জীবনের মূল স্রোত থেকে তারা অনেকটাই পিছিয়ে। যখন এই সব মানুষরা সমাজের বাতিলের খাতায় সেই সময় তাদের জীবনের আশার আলো দেখাচ্ছেন আরামবাগের এক যুবক। হাত-পা হীন অসহায় মানুষদের কৃত্রিম হাত-পা লাগিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে আরামবাগের আজাহার।
advertisement

কলকাতার একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে আরামবাগ-সহ আশেপাশের এলাকার মোট ৩০ জন হাত পা নেই এমন অসহায় মানুষদের কৃত্রিম হাত পা লাগানোর ব্যবস্থা করছে আজাহার ও স্বেচ্ছাসেবী সংস্থা মহাবীর সেবা সদন। যেখানে আজকালরার দিনে মানুষ শুধু নিজের ও নিজেদের কথা ভাবতে ভাবতেই ব্যস্ত, শেখানে বিভিন্ন দুর্ঘটনায় হারিয়ে ফেলা মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হাত পা হীন মানুষদের কথা ভেবেছেন আরামবাগের যুবক আজাহার।

advertisement

আরও পড়ুন: আপনার বাড়ির টিভিও কি দেওয়ালে লাগানো? তলে তলে বারোটা বাজছে না তো? এখনই সাবধান হন, ছোট্ট ভুলে খোয়াবেন হাজার হাজার টাকা

আজহারের জানালেন, সংসারে একজন রোজগেরে মানুষের হাত বা পা চলে গেলে তলিয়ে যায় তাঁদের সংসার। তাই তাঁদের আঁধার জীবনে কিছুটা আলো আনার চেষ্টা করে চলেছেন তিনি। এই কাজ কলকাতাতে হলেও কলকাতা গিয়ে সেখানে থেকে হাত পা নিতে গেলে অনেক খরচা পরে যাবে,যা অনেকেই বহন করতে পারবে না।

advertisement

View More

এর পর অনেক সন্ধান চালিয়ে সে সন্ধান পায় সুদূর কলকাতায় মহাবীর সেবা সদন নামের একটি সংস্থার। যারা বিনামূল্যে কৃত্রিম হাত পা মানুষকে প্রদান করেন। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মানুষকে কৃত্রিম হাত পা উপহার দিয়ে থাকেন।

আরও পড়ুন: সিঙ্কে জমেছে নোংরা জল? হাত লাগাতে হবে না, এই জিনিস মেশালেই নিমেষে সাফ হবে, রান্নাঘরেই রাখা আছে ‘ম‍্যাজিক’ উপাদান

advertisement

এর পরেই আজাহার আরামবাগের হাত-পা হীন মানুষদের কথা ভেবে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তারাও আরামবাগে আসতে রাজি হয়। এর পরেই শুরু হয় হাতে পায়ের মাপ নেওয়ার কাজ। মাপ নেওয়া হয় গেলে প্রস্থেটিক্স প্রস্তুতকারকরা তাঁদের সমস্ত সরঞ্জাম নিয়ে উপস্থিত হন আরামবাগে।

এক এক করে ৩০ জন মানুষকেও সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম হাত পা প্রদান করেন। শুধু আরামবাগই নয় আরামবাগের বাইরে থেকেও অনেক মানুষ বেঁচে থাকার রসদ হাত পা নিতে ছুটে আসেন আরামবাগে এবং এই কাজ চলে সম্পূর্ণ বিনামূল্যে। তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষের হাত পা চলে গেছে পথ দুর্ঘটনায়।

advertisement

আরও পড়ুন: জুলাই মাসেই লটারি জিততে পারেন! রাহুর নক্ষত্র পরিবর্তনে সাফল‍্যের সেরা সময় আসছে ২ রাশির! হবে টাকার বৃষ্টি

কৃত্রিম ভাবে হাত পা পেতে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই আসায় অনেকটাই খুশি হয় তারা। অনেকে আবার এই হাত পা নিয়েই টোটো কিনেই বা ছোট খাটো কাজ করেও সংসারের হাল ধরবেন বলেও জানান।সব মিলিয়ে আজাহারের এই উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন আঁধার জীবনে কিছুটা আলো ফিরে পাওয়া মানুষজন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দুর্ঘটনা কেড়ে নিয়েছে কারও হাত, কারও পা! অসহায়দের সহায় হলেন আরামবাগের আজাহার, বিরাট উদ‍্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল