TRENDING:

South 24 Parganas News: বাড়িতেই মিলবে আর্সেনিক মুক্ত জল! সুন্দরবনের প্রত্যন্তে চলছে পাইপ লাইনের কাজ

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আর্সেনিকপ্রবণ হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা বাড়ছে। তাই কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কুলতলি আর্সেনিক কবলিত এলাকা!এবার সেখানেই আর্সেনিকমুক্ত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। পাইপ লাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ায় পাইপলাইন বসল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে তবে দীর্ঘ সময় ধরে চলছে কাজ কবে পাবে তারা আর্সেনিকমুক্ত এই পানীয় জল সেদিকে তাকিয়ে সুন্দরবনবাসী।
advertisement

মূলত এই সমস্ত এলাকার মানুষ তাদের জীবিকা নদীতে মাছ কাঁকড়া ধরা তাই বেশিরভাগ সময় জলে মধ্যে থাকতে হয়। আর্সেনিক থেকে ছড়ানো রোগে আক্রান্তদের নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই হাত-পায়ের তালুতে কালো দাগ দেখা যায়। গায়ের চামড়া মোটা হয়ে যায়। আর্সেনিকের ফলে ক্যানসার পর্যন্ত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আর্সেনিকপ্রবণ হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা বাড়ছে। তাই কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প তৈরি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: বরফকলে অ্যামোনিয়া লিক নিয়ন্ত্রণে কাকদ্বীপে চালু উন্নত জাপানি প্রযুক্তি

সুন্দরবনের কুলতলি, কৈখালী, মৈপিঠ, ভুবনেশ্বরী নতুন আরও এলাকার বাসিন্দারা আর্সেনিকমুক্ত পরিষেবা পাবেন। রাজ্যের অনুমোদনও মিলে গিয়েছে। প্রকল্পের কাজ ও শুরু হয়েছে। খুব শীঘ্রই জল পাবেন এই সমস্ত এলাকায় মানুষ। সুত্রের খবর এই সব অঞ্চলের মানুষের রাস্তার পাইপ ফুটো করে জল সংগ্রহ করার প্রবণতা রয়েছে। ফলে সেই অংশ দিয়ে জল অপচয় হয়। তার কারণেই বিভিন্ন এলাকায় জল পৌঁছাতে সমস্যা হচ্ছে। তবে এখন সেই অংশের মেরামতের কাজ চলছে। নতুন প্রকল্প চালু হলে জলের গতি বেড়ে যাবে এবং নতুন নতুন গ্রামে আর্সেনিকমুক্ত জলও পৌঁছবে।

advertisement

View More

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাড়িতেই মিলবে আর্সেনিক মুক্ত জল! সুন্দরবনের প্রত্যন্তে চলছে পাইপ লাইনের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল