TRENDING:

TMC | Nandigram: বিরাট খবর! ৪ 'প্রভাবশালী' তৃণমূল নেতার নামে জারি গ্রেফতারি পরোয়ানা, তোলপাড় বাংলা

Last Updated:

TMC | Nandigram: সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে হলদিয়া আদালতে। ২মে ২০২১ সালে দেবব্রত মাইতি খুনের মামলায় এই মামলা রুজু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: নন্দীগ্রামের চার তৃণমূল তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি! ভোট পরবর্তী হিংসা মামলায় শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুশনবি এবং শেখ আমানুল্লার নামে গ্রেফতারি পরোয়ানা জারি।
তোলপাড় বাংলা
তোলপাড় বাংলা
advertisement

সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে হলদিয়া আদালতে। ২মে ২০২১ সালে দেবব্রত মাইতি খুনের মামলায় এই মামলা রুজু হয়। নন্দীগ্রামের চিল্লগ্রামে খুন হন দেবব্রত মাইতি। সোমবার হলদিয়া আদালতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল। শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুসনবি, আমানুল্লাহ, সেখ সৈয়ম কাজি, সেখ সামসুদ্দোহাদের নামে চার্জশিট দিয়েছে সিবিআই।

আরও পড়ুন: 'তালিকায় ৩৫০ নেতা', বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! তুমুল আলোড়ন

advertisement

প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহেরকে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। কিন্তু আবু তাহের-সহ বাকি দুই তৃণমূল নেতা গ্রেফতারির আশঙ্কা থেকেই CBI দফতরে যেতে চাইছেন না বলে জল্পনা ছড়িয়েছিল। নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত সেই শেখ আবু তাহেরের বাড়িতে গিয়ে দেখা করেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস দায়িত্বে থাকা নেতা কুণাল ঘোষ।

advertisement

আরও পড়ুন: 'একটা দুটো ঘটনা ঘটলেও আমরা দুঃখিত', হঠাৎ কেন দুঃখপ্রকাশ মমতার? তুঙ্গে জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করলেও শেখ আবু তাহের ও অন্য দুই তৃণমূল নেতা হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন গ্রেফতারির আশঙ্কাতেই। কারণ এর আগে এলাকার যে সমস্ত নেতা CBI-এর জেরায় গিয়েছেন, তাঁদের প্রত্যেকেই গ্রেফতার হয়েছেন। তাঁরা এখন জেল হেফাজতে রয়েছেন। কার্যত তাই গ্রেফতারি এড়াতেই আবু তাহের-সহ অন্যান্য তৃণমূল নেতারা CBI-এর ডাকে যাচ্ছেন না বলে সূত্রের খবর। এরই মধ্যে গ্রেফতারি জারি হল চার তৃণমূল নেতার বিরুদ্ধে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC | Nandigram: বিরাট খবর! ৪ 'প্রভাবশালী' তৃণমূল নেতার নামে জারি গ্রেফতারি পরোয়ানা, তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল