Abhishek Banerjee: 'তালিকায় ৩৫০ নেতা', বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! তুমুল আলোড়ন

Last Updated:

Abhishek Banerjee: দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''৩৫০ নেতা সমস্ত অঞ্চলে রাত্রিযাপন করবে। মানুষের অভাব অভিযোগ শুনবে। তারা চলে আসার পরে দিদির দূত যাবে।''

অভিষেকের বড় ঘোষণা
অভিষেকের বড় ঘোষণা
#কলকাতা: নজরুল মঞ্চে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'দিদির সুরক্ষাকবচ' নামে নতুন এক কর্মসূচি ঘোষণা করলেন তিনি। বলেন, ''আগামী ৬০ দিন ধরে এই প্রচার কর্মসূচী চলবে। আজ কর্মসূচীর ক্যাম্পেন লঞ্চ হল। দিদির সুরক্ষা কবচের নাম।'' অভিষেকের সংযোজন, ''আগামী ১১ তারিখ থেকে দিদির দূত হিসাবে সাড়ে তিন লাখ স্বেচ্ছাসেবক পৌঁছবে প্রায় ১০ কোটি মানুষের বাড়ি। একটা অ্যাপ হল দিদির দূত নামে। তাতে আলাদা আলাদা প্যারামিটারে সরকারের স্কিম নিয়ে ম্যাপিং হবে। ১৫'টি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে।''
দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ''৩৫০ নেতা সমস্ত অঞ্চলে রাত্রিযাপন করবে। মানুষের অভাব অভিযোগ শুনবে। তারা চলে আসার পরে দিদির দূত যাবে। সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা দেখবেন।'' গতকাল দলের নতুন কার্যালয়ের ভিত পুজোর অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়েও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরির দাবিতে বহু পরীক্ষার্থী এখনও ধরনা দিচ্ছেন। এদিকে আদালতেও এনিয়ে মামলা চলছে। একদল ভুয়ো শিক্ষকের নামও প্রকাশ করেছে পর্ষদ। এদের ভবিষ্যত কী হবে?
advertisement
advertisement
অভিষেক বলেন, ''আমি আর কী বলতে পারি। একদফা তাঁদের সঙ্গে বৈঠক করেছি। সবটাই একটা আইনি জটিলতার কারণে করা যাচ্ছে না। এ নিয়ে এসএসসি-র চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলের তরফে আমার সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার তা আমি করেছি। দলের তরফে একটা জানিস বারবার স্পষ্ট করে বলা হয়েছে। আমরা চাই যারা আন্দোলন করেছেন বা যারা যোগ্য তাদের সবার চাকরি হোক। আইনি জটিলতার কারণে বা মিডিয়ার আলোক আলোকিত হয়ে সেই আলোর বাইরে আর অনেকে বের হতে পারেছেন না অনেকে। চাকরিপ্রার্থীদের বলব সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।''
advertisement
অভিষেক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আমাদের দল, আমাদের সরকার চায় সবার চাকরি হোক। আইনি জটিলতা ও সিপিএমের কিছু আইনজীবীর কারণে অনেককিছু হচ্ছে। সবাই আপনারা তা জানেন। চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে নিজেকে লার্জার দ্যান লাইফ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'তালিকায় ৩৫০ নেতা', বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! তুমুল আলোড়ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement