Mamata Banerjee: 'একটা দুটো ঘটনা ঘটলেও আমরা দুঃখিত', হঠাৎ কেন দুঃখপ্রকাশ মমতার? তুঙ্গে জল্পনা
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee: তৃণমূল নেত্রী আরও বলেন, ''সেই সব দিন অনেক কষ্টে পেরিয়ে এসেছি। আজ যাদের কাজ নেই বড় বড় কথা বলেন, তাদের বলছি, আমরা বিরোধীতে থাকাকালীন ডেডিকেটেড থেকেছি উন্নয়নে।''
#কলকাতা: নজরুল মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের একাধিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''সুরক্ষা কবচ নিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন। আজকে আমারা গুরুত্বপূর্ণ সহকর্মীদের নিয়ে মিটিং করছি। ছাত্র-যুবদের একটা প্রায়োরিটি আছে। শব্দ চয়ন ও ভাষা ঠিক করার ব্যাপার আছে। জনসংযোগ বাড়াতে আমরা কাজ করছি। এই সুরক্ষা কবচ নাম আমাদের আইটি টিমের দেওয়া। তারা কাজের প্রতি উৎসর্গীকৃত।''
মমতার সংযোজন, ''দুয়ারে সরকারের আইডিয়ার অপর রূপ আছে। সরকার সরকারের কাজ করবে। কিন্তু দলীয় স্তরেও অভিযোগ আসে৷ প্রায় ৮০% পঞ্চায়েত আমাদের। সব মানুষকে কভার করা হয়েছে। আমাদের এখনও ২৫% কাজ বাকি আছে। দুয়ারে সরকার মারফর আমরা রিসিভ করেছি৷ সরকার সরকারের কাজ করব৷ যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার চলছে। দলও কাজ করবে। দল ২৫ বছরে চলে এসেছে। অনেক সহকর্মীকে হারিয়েছি। আমাদের এক চতুর্থাংশ আন্দোলন করেই চলে গেছে। আগে গুলির ফোয়ারা দেখতাম।''
advertisement
advertisement
তৃণমূল নেত্রী আরও বলেন, ''সেই সব দিন অনেক কষ্টে পেরিয়ে এসেছি। আজ যাদের কাজ নেই বড় বড় কথা বলেন, তাদের বলছি, আমরা বিরোধীতে থাকাকালীন ডেডিকেটেড থেকেছি উন্নয়নে। মিডিয়াকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। দায়বদ্ধতা তাদের কেন্দ্রের সরকারের কাছে৷ একটা দুটো ঘটনা ঘটলেও আমরা দুঃখিত। এমন যাতে না হয় তা আমরা দেখছি। সামাজিক ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।''
advertisement
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, ''দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে তৃণমূল। এটা অনেক বড় কাজ। আমরা বিএসকে কেন্দ্র চালু করেছি। সেখানে বিনাপয়সায় সাহায্য পাওয়া যাবে৷ মানুষের কাছে সমস্যা থাকলে তার দ্রুত সমাধান হবে৷ নীচের লেভেলে যাতে ফাইল না পড়ে থাকে সেটা দেখতে হবে। কে কী বলল সেটা না দেখে আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কাছে, মানুষের কাছে দায়বদ্ধ।''
advertisement
পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই তিনি বলেন, ''দুয়ারে সরকার তো আর ভোটকে মাথায় রেখে হয়নি৷ রেশন ভোটের আগে দেওয়া হল তারপর বন্ধ। আমরা যা কমিটমেন্ট করেছিলাম সেটা রেখেছি। আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধ। একতাই আমাদের সম্পদ। সরকার আমাদের মানুষের পক্ষে৷ মানুষ এখন কাজে ব্যস্ত এতো তাতে মানুষের কাছে যাওয়া কমে গেছে। কোন জায়গা বঞ্চিত থাকলে তা আমরা জানতে পারব। ধর্মীয় স্থান পর্যবেক্ষণ করবে। প্রয়োজন হলে আমিও যাব।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 2:56 PM IST