আরও পড়ুন: রেলস্টেশন নাকি বিমানবন্দর ধরতে পারবেন না! তমলুক স্টেশনের সম্পূর্ণ ভোলবদল, দেখুন ছবিতে
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় কোনও প্রাণহানির খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বাসটি উড়ালপুলে ওঠার মুখে সজোরে ওই হাইটবারে ধাক্কা মারে। পেছনে আরও গাড়ি থাকায় পরপর গাড়িগুলি ধাক্কা খাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু চালকদের দক্ষতায় এবং তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। হাইটবারের লোহার অংশ পড়ে এক অ্যাপ ক্যাবের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর একটু এদিক ওদিক হলেই চালকের প্রাণহানি ঘটতে পারত। এখন ট্রাফিক স্বাভাবিক করতে তৎপর প্রশাসন। কেন ওই হাইটবারে আটকে গেল সেনার বাস তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে হাইট বার বাড়ানো হতে পারে বলেও মনে করছেন স্থানীয় মানুষজন। তবে ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাগুইহাটি উড়ালপুলে দুর্ঘটনার মুখে সেনা বাস, অল্পের জন্য বাঁচল প্রাণ
