TRENDING:

মুরগি নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে নৃশংসভাবে খু*ন! অভিযুক্ত আত্মীয়দের গ্রেফতার করল পুলিশ

Last Updated:

Father Son Killed: গতকাল স্বরূপ এবং তাঁর ছেলে পাশেই খুড়তুতো ভাইদের বোঝাতে যান, তাঁরা এই কাজ করেননি। কথায় কথায় বচসা শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিংঃ সামান্য মুরগিকে কেন্দ্র করে বাবা ও ছেলে খুন! ঝাড়গ্রামের নয়াগ্রামের সিংদুই এলাকায় পরিবারিক বিবাদের জেরে তাঁরা খুন হন। ঘটনায় অভিযুক্ত পরিবারের খুড়তুতো ভাই এবং খুড়তুতো বোনের বরকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ
অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ
advertisement

দিন দুয়েক আগে একটি মুরগি নিখোঁজ হলে স্বরূপ নায়েক (৫১) ও অজয় নায়েকের (২৫) বাড়িতে চড়াও হন তাঁদেরই আত্মীয় বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিক। তখনকার মতো মিটে গেলেও গতকাল স্বরূপ এবং তাঁর ছেলে অজয় পাশেই খুড়তুতো ভাইদের বোঝাতে যান, তাঁরা এই কাজ করেননি। কথায় কথায় বচসা শুরু হয়। তখনই বাবলু এবং সুরিয়া কাটারি ও লঠি নিয়ে বাবা-ছেলেকে কোপাতে ও পেটাতে থাকে।

advertisement

আরও পড়ুনঃ শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়! পাহাড় পেল প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ! কোথায় তৈরি হল জানেন?

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বরূপ নায়েকের। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্ত দু’জন পালিয়ে যান। গ্রামবাসীরা অজয় নায়েককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে রাস্তায় তাঁরও মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় নয়াগ্রাম থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাতেই অভিযুক্ত বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। আজ দু’জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের জন্যে ২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুরগি নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে নৃশংসভাবে খু*ন! অভিযুক্ত আত্মীয়দের গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল