দিন দুয়েক আগে একটি মুরগি নিখোঁজ হলে স্বরূপ নায়েক (৫১) ও অজয় নায়েকের (২৫) বাড়িতে চড়াও হন তাঁদেরই আত্মীয় বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিক। তখনকার মতো মিটে গেলেও গতকাল স্বরূপ এবং তাঁর ছেলে অজয় পাশেই খুড়তুতো ভাইদের বোঝাতে যান, তাঁরা এই কাজ করেননি। কথায় কথায় বচসা শুরু হয়। তখনই বাবলু এবং সুরিয়া কাটারি ও লঠি নিয়ে বাবা-ছেলেকে কোপাতে ও পেটাতে থাকে।
advertisement
আরও পড়ুনঃ শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়! পাহাড় পেল প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ! কোথায় তৈরি হল জানেন?
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বরূপ নায়েকের। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্ত দু’জন পালিয়ে যান। গ্রামবাসীরা অজয় নায়েককে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে রাস্তায় তাঁরও মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় নয়াগ্রাম থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়।
রাতেই অভিযুক্ত বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। আজ দু’জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের জন্যে ২ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।