শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়! পাহাড় পেল প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ! কোথায় তৈরি হল জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Engineering College: দার্জিলিং পাহাড়ের শিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল
<strong>দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্যঃ</strong> পাহাড়বাসীর বহু দিনের স্বপ্ন বাস্তবায়িত হল। দার্জিলিং পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধন হল প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান- দার্জিলিং হিল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (DHITM)। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে নির্মিত এই কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন তাকদাহে অনুষ্ঠিত হয়।
advertisement
গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান ও GTA প্রধান অনীত থাপা এই দিনটিকে তাঁর রাজনৈতিক জীবনের সর্বোচ্চ সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, 'আমার রাজনৈতিক যাত্রা ২০১৭ সালে শুরু হয়েছিল। আজকের এই প্রকৌশল কলেজের উদ্বোধন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। রাংলি রাংলিয়ট ব্লকে দার্জিলিং হিল ইউনিভার্সিটির পর এবার পাহাড় পেল নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ'। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement