মূলত জঙ্গলমহলের ছেলে মেয়েদের তীরন্দাজির প্রতি আকৃষ্ট করতে ঝাড়গ্রাম শহরে এই প্রথমবার আয়োজিত হল এত বড় ধরনের তীরন্দাজি প্রতিযোগিতা। দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। মঙ্গলবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে তীরন্দাজির রিকার্ব ইভেন্ট হয়। বুধবার প্রতিযোগীরা কম্পাউন্ড ইভেন্টে নামে প্রতিযোগীরা। এদিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আইএএফ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, তীরন্দাজিতে অর্জুন পদক প্রাপ্ত খেলোয়াড় কৃষ্ণা দাস ঘটক সহ খেলার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্বরা।
advertisement
আরও পড়ুন: দোলের ছুটিতে ঝাড়গ্রাম যাচ্ছেন? রয়েছে বাড়তি চমক, কী অপেক্ষা করছে? পড়ুন
রাজ্যের খেলাধুলার মানচিত্রে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি অফ ঝাড়গ্রাম ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। ২০১৮ সালে ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির যাত্রা শুরু হয়। অ্যাকাডেমির যাত্রা পথ শুরুর কয়েক বছরের মধ্যেই ৩৮ তম জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন এই প্রতিযোগিতায় এসে ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির পুরো পরিকাঠামো ঘুরে দেখেন আইএএফ এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের এই আর্চারি প্রতিষ্ঠানে বর্তমানে ৪৯ জন আবাসিক ছাত্র-ছাত্রী রয়েছে।
বুদ্ধদেব বেরা