Jhargram: দোলের ছুটিতে ঝাড়গ্রাম যাচ্ছেন? রয়েছে বাড়তি চমক, কী অপেক্ষা করছে? পড়ুন

Last Updated:

Jhargram: ঝাড়গ্রামের বেলপাহাযিতে পর্যটকদের জন্য নয়া চমক

+
বেলপাহাড়ির

বেলপাহাড়ির গহম বাঁধ 

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে একটি অন্যতম পর্যটন স্থল হল বেলপাহাড়ি। নানা ঋতুতে নানা রূপ দর্শন করতে পারে পর্যটকরা। সারা বছর দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন বেলপাহাড়ি এলাকায়, ঘুরে দেখেন গাড়রাসিনি পাহাড়, ঢাঙ্গিকুসুম, ঘাগড়া জলপ্রপাত, খাঁদারানী হ্রদ। এবারে এই পর্যটন ক্ষেত্রগুলির সঙ্গে নতুনভাবে জুড়তে চলেছে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গহম বাঁধ।
ইতিমধ্যে বিনপুর ২ পঞ্চায়েত সমিতি এই জায়গাটিকে পর্যটন স্থল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেছে। যার নাম পাহাড়ডুংরি ঘেরা তুলসীবনী সরোবর। স্থানীয় ভাষায় একে বলা হয় গহম বাঁধ যার অর্থ গভীর জলাশয়। অনেকের কাছে এটি গজপাথর বাঁধ নামেও পরিচিত। এই সরোবরকে ঘিরে রয়েছে পাহাড় আর পলাশ বন। এখানে ফোটে রংবেরঙের শালুক। পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে জায়গাটি অপরিচিত ছিল। বর্তমানে ধীরে ধীরে এই জায়গায় পর্যটকরা ভিড় জমাচ্ছেন।
advertisement
এই জায়গায় পৌঁছনোর রাস্তা বর্তমানে খুব একটা সহজ নয়, বেলপাহাড়ি ব্লকের হদরা মোড় থেকে গাডরাসিনি পাহাড় যাওয়ার পিচ রাস্তায় বা দিকে ঘেঁষে মোরাম পথ ধরে ডোমগড় হয়ে কিছুটা এগলেই তুলসীবনী গ্রাম। এখানেই রয়েছে গহম বাঁধ।
advertisement
এই পর্যটন ক্ষেত্রে পৌঁছানোর রাস্তাটি সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতি ভাবনা শুরু করেছে। হয়তো আগামী খুব কম সময়ের মধ্যেই রাস্তাটি সংস্কার হবে। পাহাড় জঙ্গল নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই এলাকায় বর্তমানে অল্পসংখ্যক পর্যটক আসলেও পরবর্তী ক্ষেত্রে এখানেও ভিড় জমবে পর্যটকদের, এমনটাই মনে করছে স্থানীয়রা।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram: দোলের ছুটিতে ঝাড়গ্রাম যাচ্ছেন? রয়েছে বাড়তি চমক, কী অপেক্ষা করছে? পড়ুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement