আরও পড়ুন: শীতের রাতে স্টেশনে একা শুয়ে ছিল, অসহায় শিশুকে উদ্ধার করল আরপিএফ
মখমল জাতীয় নরম কাপড়ের কাটিংগুলি সুতোর সাহায্যে সেলাই করে তার মধ্যে নরম তুলো ভরে তৈরি হচ্ছে আকর্ষণীয় খেলনা ও ঘর সাজানোর জিনিস। এই সমস্ত খেলনা শিশুদের পাশাপাশি বড়দেরও মন জয় করে নিয়েছে। এই খেলনা চাহিদা বাড়ায় এবং তা তৈরি করে নিয়মিত উপার্জন হচ্ছে গ্রামের মহিলাদের। হাওড়া জেলার বালি’র বাসিন্দা অর্চনা মিত্র তেমনই একজন। এই খেলনা তৈরীর প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি স্বনির্ভর হয়ে উঠেছেন। পঞ্চাশ ছুঁইছুই বয়সে তিনি যা করে দেখিয়েছেন তা অন্যদের কাছে রীতিমত অনুপ্রেরণার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বর্তমানে অর্চনাদেবীর দেখানো পথ ধরে এগিয়ে আসছেন আরও অনেক মহিলা। কেউ বাড়িতে, আবার কেউ কেউ কোনও জায়গায় দল বেঁধে বিভিন্ন কাপড়, তুলোর সাহায্যে এইসব মন মাতানো জিনিস তৈরি করছেন। পুরনো খেলনার জায়গা ক্রমশ দখল করছে কাপড়ের তৈরি এইসব জিনিসপত্র। চাহিদা বাড়ায় তাঁদের রোজগারও বৃদ্ধি পাচ্ছে। ফলে সহজেই অনটনে চলা সংসারের হাল ধরতে পারছেন মহিলারা।
রাকেশ মাইতি