Alipurduar News: শীতের রাতে স্টেশনে একা শুয়ে ছিল, অসহায় শিশুকে উদ্ধার করল আরপিএফ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে পারে না। এই বিষয়ে আরপিএফ-এর হাসিমারা পোস্টের ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত জানান, রাতে শিশুটিকে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা আরপিএফ-এ জানান
আলিপুরদুয়ার: একা স্টেশনের বেঞ্চে শুয়ে ছিল একটি শিশু। ট্রেন ধরতে আসা মানুষজনের চোখে পড়তে খবর দেয় আরপিএফ-কে। আলিপুরদুয়ারের মুজনাই স্টেশনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসিমারা আরপিএফ।
জানা গিয়েছে উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে পারে না। এই বিষয়ে আরপিএফ-এর হাসিমারা পোস্টের ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত জানান, রাতে শিশুটিকে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা আরপিএফ-এ জানান। তারপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ওকে নিজেদের কাছে নিয়ে আসি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উদ্ধার হওয়া ছেলেটির বয়স ৭ বছর। সে কথা বলতে পারে না, ফলে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি। ওইভাবে শিশুটিকে শুয়ে থাকতে দেখে কটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আরপিএফ-এর মনে। তবেকি শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে কেউ নিয়ে এসেছিল? নাকি সে পথ হারিয়ে এখানে এসে পড়েছে? কিছুই বুঝে উঠতে পারছেন না আরপিএফ কর্মীরা। এই বিষয়ে চলছে তদন্ত। বর্তমানে শিশুটিকে দেখভালের জন্য আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। শিশুটির আতঙ্ক কাটলে সে কিছু ইঙ্গিতে বোঝাতে পারে বলে অনুমান রেল পুলিশের।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 4:29 PM IST