Alipurduar News: শীতের রাতে স্টেশনে একা শুয়ে ছিল, অসহায় শিশুকে উদ্ধার করল আরপিএফ

Last Updated:

উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে পারে না। এই বিষয়ে আরপিএফ-এর হাসিমারা পোস্টের ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত জানান, রাতে শিশুটিকে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা আরপিএফ-এ জানান

মুজনাই
মুজনাই
আলিপুরদুয়ার: একা স্টেশনের বেঞ্চে শুয়ে ছিল একটি শিশু। ট্রেন ধরতে আসা মানুষজনের চোখে পড়তে খবর দেয় আরপিএফ-কে। আলিপুরদুয়ারের মুজনাই স্টেশনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসিমারা আরপিএফ।
জানা গিয়েছে উদ্ধার হওয়া শিশুটি কথা বলতে পারে না। এই বিষয়ে আরপিএফ-এর হাসিমারা পোস্টের ইনস্পেকটর সুদীপ্তা দাশগুপ্ত জানান, রাতে শিশুটিকে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকতে দেখে স্থানীয়রা আরপিএফ-এ জানান। তারপরই আমরা ঘটনাস্থলে যাই এবং ওকে নিজেদের কাছে নিয়ে আসি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উদ্ধার হওয়া ছেলেটির বয়স ৭ বছর। সে কথা বলতে পারে না, ফলে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি। ওইভাবে শিশুটিকে শুয়ে থাকতে দেখে কটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আরপিএফ-এর মনে। তবেকি শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে কেউ নিয়ে এসেছিল? নাকি সে পথ হারিয়ে এখানে এসে পড়েছে? কিছুই বুঝে উঠতে পারছেন না আরপিএফ কর্মীরা। এই বিষয়ে চলছে তদন্ত। বর্তমানে শিশুটিকে দেখভালের জন‍্য আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। শিশুটির আতঙ্ক কাটলে সে কিছু ইঙ্গিতে বোঝাতে পারে বলে অনুমান রেল পুলিশের।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: শীতের রাতে স্টেশনে একা শুয়ে ছিল, অসহায় শিশুকে উদ্ধার করল আরপিএফ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement