আরও পড়ুন: সতর্কতা ছাড়া রেলের বিদ্যুৎ খুঁটিতে কাজ, মৃত্যুর মুখে যুবক
নভেম্বর ও ডিসেম্বর মাসের এই সময় মাঠের ধান কাটার পর নতুন আলু চাষ করেন কৃষকরা। ধান তোলার পরে খড় বা নাড়া সহজে নষ্ট করার জন্য চাষিরা মাঠেতেই তা পুড়িয়ে দেন। এরফলে একদিকে যেমন বায়ু দূষণ ঘটে ঠিক তেমনই আগুনের তাপে মাটির মধ্যে বসবাসকারী বিভিন্ন উপকারী কীট-পতঙ্গের মৃত্যু ঘটে। যার ফলে উর্বরতা হারায় চাষের জমি। সেই কথাই চাষিদের বোঝাতে একেবারে ময়দানে নামলেন স্বয়ং সাংসদ।
advertisement
এই বিষয়ে সাংসদ অপরুপা পোদ্দার বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সব সময় কৃষকদের পাশে আছেন। ঠিক সেভাবেই তিনি একেবারে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের এ বছরে কেমন ফলন হয়েছে সেই বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করানোর জন্য তাঁদেরকে বোঝালেন, যাতে নাড়া না পোড়ায়। শুধু তিনি যে কৃষকদের বোঝালেন এমনটা নয়, কীভাবে খড়ের আঁটি বাঁধতে হয় এবং কোন ধান কেমন হয় তা খোদ মাঠে দাঁড়িয়ে চাষিদের থেকে বুঝলেন।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সম্প্রতি সময়ে পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যে চাষ জমিতে মধ্যে এই নাড়া পোড়ানোর ফলে পরিবেশ দূষণের সম্মুখীন হতে হয়েছে। যার ফলে বাতাসের অক্সিজেনের পরিমাণে ঘাটতি শুরু হয়েছে। ঠিক সেই কারণেই জেলার চাষিরা যাতে আর নাড়া পোড়ানোর মতো ঘটনা না ঘটায় সেই কারণেই সাংসদের এই অভিনব সচেতনতা বার্তা।
রাহী হালদার