বুধবার সন্ধ্যায় ব্যাপক ভিড় হয়েছিল বর্ধমান মাঘ উৎসব অনুষ্ঠানে। অনুপম ভক্তরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তাঁর গান শোনার জন্য। বাঙালির মধ্যে অনুপম রায়ের গাওয়া গানের এক আলাদা ক্রেজ রয়েছে। আট থেকে আশি সকলেই ভালোবাসেন সঙ্গীতশিল্পী অনুপম রায়ের গাওয়া গান শুনতে। সেরকমই বর্ধমানে এসে দর্শকদেরও নিরাশ করেননি অনুপম রায়। বাড়িয়ে দাও তোমার হাত থেকে শুরু করে বন্ধু চল-এর মত গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের মন। প্রত্যেকেই খুবই আনন্দের সঙ্গে বুধবার সন্ধ্যায় উপভোগ করেন অনুপম রায়ের গাওয়া গান।
advertisement
আরও পড়ুন: সাজা ঘোষণার পর দুটি ছোট্ট জিনিস চাইল সঞ্জয়, কী ইচ্ছে তার? অবাক জেল কর্তারাও
বর্ধমান মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার জানান, তাঁর নাতি নাতনীদের এবং বর্ধমানবাসীর আবদার মেটাতে এবার এনেছিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়কে। সকলকে সুযোগ করে দিয়েছেন অনুপম রায়ের মতো শিল্পীর গান শোনার। বুধবার সন্ধ্যায় বর্ধমান মাঘ উৎসব কমিটির তরফ থেকে সংবর্ধনাও জানানো হয় সঙ্গীত শিল্পী অনুপম রায়কে। তার সঙ্গে বেশ কিছু উপহারও তুলে দেওয়া হয় তাঁর হাতে। উত্তরীয়, শাল চাদর থেকে শুরু আরও বেশ কয়েকটি জিনিস উপহার স্বরূপ দেওয়া হয়। তবে সবথেকে সেরা উপহার ছিল বর্ধমানে সীতাভোগ এবং মিহিদানা। বর্ধমানের সীতাভোগ মিহিদানার এক আলাদা ঐতিহ্য রয়েছে। আর সেই মিষ্টিই এবার উপহার দেওয়া হল সঙ্গীতশিল্পী অনুপম রায়কে। হাসি মুখে উপহার নিতেও দেখা যায় শিল্পী অনুপম রায়কে।
২৬ জানুয়ারি পর্যন্ত এই বর্ধমান মাঘ উৎসব চলবে। ২৩ জানুয়ারি থাকছে ব্যান্ড ‘ দা ফোক ডায়েরিজ’, ২৪ জানুয়ারি থাকবেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, ২৫ জানুয়ারি অনুষ্ঠান রয়েছে জনপ্রিয় ব্যান্ড ফসিলস এর এবং শেষদিন অর্থাৎ ২৬ জানুয়ারি অনুষ্ঠান রয়েছে গুরজিত সিংয়ের। মেলাতে প্রবেশ করার জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না।