প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরেই বীরভূমে ফের কোপ পড়ল অনুব্রত ঘনিষ্ঠের উপর। নবজোয়ার যাত্রায় বীরভূম সফরে এসে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁকে ছেঁটে ফেলল দল। প্রসঙ্গত, বীরভূমের ১১ টি বিধানসভার মধ্যে দুবরাজপুর বিজেপির দখলে৷ তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্রকে সরিয়ে দেওয়া হল৷
advertisement
আরও পড়ুন: ১০ মাস পর জেলের বাইরে অর্পিতা! গেলেন কোথায়? টাকা কার? উত্তরে চমকে দেওয়া প্রতিক্রিয়া
পরিবর্তে ১৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে৷ তারমধ্যে ২ জন আহ্বায়ক। রবিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ।
আরও পড়ুন: সল্টলেকে ব্যবসায়ীর বাড়িতে কে ঢুকল! সিসিটিভি দেখে মাথায় হাত সকলের!
গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক কার্য পরিচালনার জন্য ৯ জনের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে৷ পর্যবেক্ষক হওয়ার পর এই প্রথম তিনি বীরভূমে কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন। পরে জেলা কমিটির বৈঠকেও যোগ দেন তিনি।