TRENDING:

Anubrata Mondal News: রাতে নিজের বাড়িতেই মারাত্মক কাণ্ড ঘটালেন অনুব্রত মণ্ডলের মেয়ে, ছুটে গেলেন জেলা নেতারা!

Last Updated:

Anubrata Mondal News: কয়েকদিন আগে গরুপাচার মামলায় সুকন্যাকে দিল্লির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। সুকন্যা ইডির ডাকে সাড়া দেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্য়া সুকন্যা মণ্ডলের সম্পত্তি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। একাধিক বার তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন তিনি। এমনকী তাঁর বাবা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর তাঁকেও বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছে ইডি। কিন্তু এখনও যাননি সুকন্যা। সুকন্য়াকে নিয়ে চিন্তা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সুকন্যার পিতা অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদেই রেখে দিয়েছেন মমতা। আর সেই সূত্রেই উঠে এসেছে সুকন্যার প্রতি তাঁর চিন্তা। জেলার নেতাদের তিনি নির্দেশ দিয়েছেন, সুকন্যার খেয়াল রাখার জন্য। কিন্তু এরই মধ্যে বাড়িতেই শোরগোল ফেলে দিয়েছেন অনুব্রতর কন্যা।
অনুব্রত-কন্যাকে নিয়ে শোরগোল
অনুব্রত-কন্যাকে নিয়ে শোরগোল
advertisement

কয়েকদিন আগে গরুপাচার মামলায় সুকন্যাকে দিল্লির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। সুকন্যা ইডির ডাকে সাড়া দেননি। আর তখন থেকেই সুকন্যা মণ্ডল কোথায় আছেন,‌ তা নিয়ে চর্চা শুরু হয়। তবে সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় কেষ্টর মেয়ে সুকন্যা নিচুপট্টির বাড়িতে ফিরেছেন। আর ফিরেই তিহাড় জেলে তাঁর বাবা অনুব্রত মণ্ডলকে হেনস্থা এবং নির্যাতন করা হচ্ছে শুনে বেজায় ক্ষেপে ওঠেন তাঁর কন্যা। জানা গিয়েছে, এতটাই রেগে যান তিনি, জিনিসপত্র ভাঙচুর করেন বাড়িতে। এই তোলপাড় করা শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে ভিড় জমে যায়। ছুটে যান জেলার তৃণমূল নেতারাও।

advertisement

আরও পড়ুন: মমতা-শুভেন্দুর বৈঠকে 'সেই' বোঝাপড়া, বড় সঙ্কটের মুখে রাজ্য! বিস্ফোরক মহম্মদ সেলিম

যদিও তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ''এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমি জানি না। তবে দল সবসময় সুকন্যার পাশে আছে। ব্যক্তিগত ভাবেও যেটুকু থাকা দরকার, আমরা সকলে তাঁর সঙ্গে আছি।'' সূত্রের দাবি, শনিবার রাত দশটার সময় বাড়িতে যখন ভাঙচুর চালান সুকন্যা, তখন কেষ্টর বাড়িতে আসেন কোর কমিটির সদস্য তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ, বোলপুরের পুরপ্রধান ওমর শেখের মতো নেতারা। তাঁদের সামনে সুকন্যা কার্যত ভেঙে পড়েন। তাঁদের দুঃসময় চলছে, সেই কারণেই সকলে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও অনুযোগ করেন সুকন্যা।

advertisement

আরও পড়ুন: প্রয়াত বেলুড় মঠের সহ সংঘাধক্ষ্য স্বামী প্রভানন্দ, শোকে বিহ্বল অগণিত ভক্ত

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সুকন্য়ার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ''কেষ্ট এখন জেলে রয়েছে। মেয়েটা একা রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস।'' আসলে মমতা অন্ত প্রাণ অনুব্রত মণ্ডল। কিন্তু গরু পাচার কাণ্ডে বীরভূমের সেই তথাকথিত বেতাজ বাদশা এখন তিহাড় জেলে। বাড়িতে একা কন্যা সুকন্যা। তাই অনুব্রতর কন্য়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা যে নেহাত ভুল নয়, শনিবার রাতেই তার প্রমাণ মিলল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: রাতে নিজের বাড়িতেই মারাত্মক কাণ্ড ঘটালেন অনুব্রত মণ্ডলের মেয়ে, ছুটে গেলেন জেলা নেতারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল