হোম /খবর /দক্ষিণবঙ্গ /
প্রয়াত বেলুড় মঠের সহ সংঘাধক্ষ্য স্বামী প্রভানন্দ, শোকে বিহ্বল অগণিত ভক্ত

Belur Math: প্রয়াত বেলুড় মঠের সহ সংঘাধক্ষ্য স্বামী প্রভানন্দ, শোকে বিহ্বল অগণিত ভক্ত

প্রয়াত স্বামী প্রভানন্দ

প্রয়াত স্বামী প্রভানন্দ

Belur Math: রাত নটায় মঠের মঠের নিজস্ব ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে অগণিত ভক্ত এবং সন্ন্যাসীরা শোকে বিহ্বল। শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

বেলুড়: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বেলুড় মঠের সহ সংঘাধক্ষ্য স্বামী প্রভানন্দ। শনিবার সন্ধ্যা ৬.৫০ মিনিটে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে তিনি প্রয়াত হন। রবিবার গভীর রাতে তাঁর নশ্বর দেহ বেলুড় মঠে আনা হয়। এদিন সকাল ছয়টা থেকে রাত আটটা অবধি ভক্ত এবং দর্শকদের জন্য দেহ শায়িত থাকবে সংস্কৃতি ভবনে।

রাত নটায় মঠের মঠের নিজস্ব ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে অগণিত ভক্ত এবং সন্ন্যাসীরা শোকে বিহ্বল। শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য সরকারের প্রতিনিধি উপস্থিত হয়েও শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রয়াত মহারাজ ১৯৫৮ সালে রামকৃষ্ণ মিশনে যোগদান করেন।

আরও পড়ুন: দুয়ারে সরকারে প্রথম দিনেই জনপ্লাবন, পঞ্চায়েতের আগে মমতার মাস্টারস্ট্রোক? চিন্তায় বিরোধীরা

এরপরে মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদ অলংকৃত করেছিলেন তিনি। সেবা প্রতিষ্ঠানের সহ-সম্পাদকও ছিলেন। ১৯৮৩ সালে তিনি মঠের সহ-সম্পাদক নিযুক্ত হন। ২০০৭ সালে সাধারণ সম্পাদক । এরপর ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশ-বিদেশে প্রায় ৫০ হাজারের বেশি ভক্তকে তিনি দীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন: ট্রাকের খালাসি থেকে কয়লা খনির মালিক! মৃত BJP নেতা রাজু ঝার বিরুদ্ধে বহু অভিযোগ

প্রয়াত স্বামী প্রভানন্দের নশ্বর দেহ শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবনে৷ আজ ভোর ছটা থেকে রাত আটটা পর্যন্ত দেহ থাকবে। তাঁর ভক্ত, দীক্ষিত এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রাত নটায় মঠের নিজস্ব ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Belur Math