BJP leader Raju Jha: ট্রাকের খালাসি থেকে কয়লা খনির মালিক! মৃত BJP নেতা রাজু ঝার বিরুদ্ধে বহু অভিযোগ

Last Updated:

BJP leader Raju Jha: পুলিশ সূত্রের দাবি রাজুর উত্থান রানিগঞ্জ থেকে। প্রথম জীবনে কয়লার ট্রাকের খালাসি ছিলেন।

রাজু ঝা।
রাজু ঝা।
শক্তিগড়: ফিল্মি কায়দায় খুন হলেন বিজেপি নেতা তথা কয়লা ব্যবসায়ী বলে পরিচিত রাজু ঝা। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এদিন শক্তিগড়ে গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তাঁর।
কে এই রাজু ঝা? পুলিশ সূত্রের দাবি, রাজুর উত্থান রানিগঞ্জ থেকে। প্রথম জীবনে কয়লার ট্রাকের খালাসি ছিলেন। বাম জমানা থেকে কয়লা-মাফিয়া হিসেবে পরিচিত। ২০১১ সালের আগে, খনি অঞ্চলে প্রায় দেড় দশক ধরে অবৈধ কয়লার কারবারে রাজুর নাম ছিল প্রথম সারিতে। অণ্ডাল থেকে ডানকুনির আগে পর্যন্ত তাঁর কয়লার ‘প্যাড’ (অবৈধ কারবারের রসিদ) চলত।
advertisement
advertisement
বীরভূমের বিভিন্ন থানাতেও অভিযোগ রয়েছে। বেআইনি কয়লা কারবারে যুক্ত থাকার একটি মামলায় ২০০৬ সালে কয়েক দিন জেল খাটেন। কয়লা সংক্রান্ত নানা অভিযোগে ২০১১-এর ৩ জুলাই রাজুকে পুলিশ রানিগঞ্জ থেকে গ্রেফতার করে। এর পরেও তিনি বহু বার গ্রেফতার হন। ২০০৬-এর পর থেকে তিনি ধীরে ধীরে দুর্গাপুরে বিভিন্ন ব্যবসা শুরু করেন। সিটি সেন্টারে ব-কলমে তাঁর রেস্তরাঁ, পার্কিং প্লাজ়া, শাড়ির দোকান, হোটেল রয়েছে।
advertisement
২০২১ সালে আদালতে আত্মসমর্পনের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাজু ঝাকে। দুর্গাপুরের বাসিন্দা কয়লা ব্যবসায়ী রাজেশ ঝা ওরফে রাজু ২০২১ সালে বাঁকুড়া আদালতে আত্মসমর্পণ করেন। যেখানে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপরেই বাঁকুড়া সংশোধনাগারে পাঠানো হয় এই কয়লা ব্যবসায়ীকে।
advertisement
সরকারি আইনজীবী অরুণকুমার চট্টোপাধ্যায় জানান, ২০০৫ সালে, রাজু ঝাঁর বিরুদ্ধে বাঁকুড়ার মেজিয়া থানায় কয়লা চুরির একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় রাজু ঝা নামে অন্য এক ব্যক্তি আদালতে হাজিরা দেন বলে অভিযোগ। সেই জাল হাজিরা আদালত ধরে ফেলে এবং এরপরেই আদালত রাজু ঝা’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপরেও বেশ কয়েকবার থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি আসেননি।
advertisement
অবশেষে বাঁকুড়ায় অ্যাডিশনাল সেশন জজের (সেকেন্ড কোর্ট) কাছে আত্মসমর্পণ করেন রাজু ঝা। মূলত বাম আমল থেকেই দুর্গাপুর-আসানসোল খনি অঞ্চলে কয়লা ব্যবসায় হাত পাকানো রাজু ঝা তৃণমূলের আমলে এসে একাধিক কয়লা খনির মালিক হয়ে বসে। পরে সুযোগ বুঝে গেরুয়া শিবিরে যোগ। ২০২০ সালের ২১ শে ডিসেম্বর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। এমনকি বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়েও জনমানসে জোর চর্চা ছিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP leader Raju Jha: ট্রাকের খালাসি থেকে কয়লা খনির মালিক! মৃত BJP নেতা রাজু ঝার বিরুদ্ধে বহু অভিযোগ
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement