জানা যাচ্ছে, মাস ছয়েক আগে অনুব্রত মণ্ডল তার বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচুপট্টির বাড়ির পাশে থাকা একটি পোড়ো বাড়ি কিনেছিলেন। সেই বাড়ি কেনার পর দ্রুত গতিতে নতুন একটি বাড়ি তিনি তৈরি করান। স্থানীয়রা তার এই নতুন বাড়ি নিয়ে সেভাবে সরাসরি মুখ খুলতে না চাইলেও জানা যাচ্ছে, জনৈক্য এক ব্যক্তির থেকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে তিনি এই পোড়ো বাড়ি কিনেছিলেন।
advertisement
আরও পড়ুন: চোখা চোখা প্রশ্নের তালিকা তৈরি, অনুব্রতকে এবার ঘিরে ধরবে সিবিআই! টানটান উত্তেজনা
পাশাপাশি ওই বাড়ির মালিক কে ছিলেন তাও স্থানীয়রা স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও কানাঘুষো খবর ওই বাড়ির মালিক কলকাতা অথবা আসানসোলের বাসিন্দা। তবে এই বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা অবস্থায় পড়েছিল।
আরও পড়ুন: মধ্যরাতে জেট গতিতে নিজাম প্যালেস ঢুকল সিবিআই কনভয়, হেফাজতে কেমন কাটল কেষ্ট'র প্রথম রাত!
পাশাপাশি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার সময় তার বর্তমান বাসভবনের ছাদে প্যান্ডেল তৈরি হচ্ছিল। সেই প্যান্ডেল তৈরি হওয়ার নিয়েও অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয় কি কারণে এই প্যান্ডেল! এই প্যান্ডেল প্রসঙ্গে জানা যাচ্ছে, আগামী ১৫ আগস্ট অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার তার বাড়ির ছাদে হোম যজ্ঞের আয়োজন হওয়ার কথা ছিল এবং সেই দিন তিনি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতেন। তবে বর্তমানে তার গ্রেফতার হওয়ার পর তা থেমে গিয়েছে।
Madhab Das