সুদীপ দাস নামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সেই পোস্ট প্রত্যাহারের বিষয়ে এদিন জানান। গত শনিবার করা তার সেই পোস্ট নিয়ে জোরদার চর্চা শুরু হয়। কোর কমিটির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। ‘‘গ্রুপে উপরোক্ত এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের নির্দেশে’’, জানালেন সুদীপ দাস।
advertisement
আরও পড়ুন: ভোটের আগেই বড় ঘোষণা নীতিশের! বাড়ল বিধবা, বয়স্কদের ভাতা, ছিল ৪০০, এখন কত হল?
প্রসঙ্গত, একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্ত ছড়ায়৷ কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই, তাও স্পষ্ট হয়ে যায়৷ অনুব্রতর এই দ্বিতীয় বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে৷ তার পরই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতর কাছে৷ তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই৷ আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তাঁর উপরে ক্ষুব্ধ, সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে৷