আসানসোলে হঠাৎ করে অনেকটাই ঠান্ডা পড়েছে। সম্ভবত সেই কারণেই অসুস্থতা অনুভব করছেন তিনি। তাই আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলকে।।আসানসোল সংশোধনাগারের হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তাঁর রক্তচাপ বেড়েছে ও বুকে সামান্য ব্যথা রয়েছে।
আরও পড়ুন: রাতের ধূপগুড়িতে এ কার আগমন! CCTV ফুটেজ দেখে ভয়ে কাঁটা শহরবাসী
advertisement
বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। কিন্তু ইডির ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাই পরিস্থিতি প্রতিকূল দেখে আসানসোলের আদালতে না গিয়ে ইডি অফিসাররা সোজা নয়াদিল্লিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন। এবার ইডি আদালত থেকে ওয়ারেন্ট জারি করিয়ে অনুব্রতকে নয়াদিল্লি নিয়ে আসার রাস্তা সুগম করতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এবার শুভেন্দুর পাশে সুজন চক্রবর্তী! বিরোধী দলনেতার কাজকে 'বাহবা' বাম নেতার!
ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয়েছে। নয়াদিল্লির আদালতে সেই জেরার রিপোর্ট জমা দেবেন তদন্তকারী অফিসাররা। জেরা পর্বে তেমন সহযোগিতা করেননি অনুব্রত মণ্ডল বলে তাঁদের দাবি। তাই তখনই পরিকল্পনা করা হয়েছিল পরবর্তী পদক্ষেপের। অর্থাৎ, গ্রেফতারের পর তাঁকে নয়াদিল্লি নিয়ে যেতে চান তদন্তকারীরা। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তাঁকে ভর্তি করতে হয় কিনা, সেটাই এখন দেখার।